দুই জেলায় সড়কে দুর্ঘটনায় নিহত ৩, চট্টগ্রামে আহত ৩৭

চকরিয়ায় ডাম্পার ট্রাক-বাসের সংঘর্ষে প্রাণ গেল মা-ছেলের

প্রকাশ | ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০

স্বদেশ ডেস্ক
কক্সবাজারের চকরিয়ায় ডাম্পার ট্রাক-বাসের সংঘর্ষে মা-ছেলে নিহত ও ১৪ জন আহত হয়েছে। অন্যদিকে, গাজীপুরের শ্রীপুরে অটোরিকশা-মোটরসাইকেলের সংঘর্ষে চাচাতো-জেঠাতো দুই ভাই ও নীলফামারীর সৈয়দপুরে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ীর মৃতু্য হয়।অ এছাড়া চট্রগ্রামে সড়ক দুর্ঘটনায় আহত হয়েছে ৩৭ জন। প্রতিনিধিদের পাঠানো খবরে বিস্তারিত- চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি জানান, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় বাস ও পাথর বোঝাই ডাম্পার ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মা-ছেলে নিহত ও বাসের ১৪ যাত্রী আহত হয়েছে। সোমবার ভোররাত তিনটার দিকে উপজেলার উত্তর হারবাং গয়ালমারা স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- চট্টগ্রামের আনোয়ারা উপজেলার ফাজিল হাট এলাকার নোমান রশিদের স্ত্রী আইরিন নিগার (৩৫) ও তার ৬ মাস বয়সী শিশু সন্তান মো. আরহাম। চিরিংগা হাইওয়ে থানার ইনচার্জ আরিফুল আমিন বলেন, চট্টগ্রামমূখী যাত্রীবাহী হানিফ বাসের সঙ্গে কক্সবাজারমুখী পাথর বোঝাই ডাম্পার ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলে মারা যায় আফরিন নিগার। এ সময় তার ছেলে সন্তান আরহামসহ ১৫ যাত্রী আহত হয়। আহতদের চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্স ভর্তি করা হয়েছে। এর মধ্যে আহত শিশু আরহাম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি জানান, গাজীপুরে শ্রীপুর উপজেলার শৈলাট-কাঁচিনা আঞ্চলিক সড়কে অটোরিকশার সঙ্গে সংঘর্ষে মোটর সাইকেলে থাকা চাচাতো জেঠাতো ২ ভাইয়ের মৃতু্য হয়েছে। গত রোববার সন্ধ্যার দিকে উপজেলার শৈলাট উত্তরপাড়া গ্রামে এ দুর্ঘটনায় আহত হওয়ার পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃতু্য হয়। নিহত মোটর সাইকেল চালক অনিক মন্ডল (২৫) উপজেলার গাজীপুর ইউনিয়নের শৈলাট গ্রামের মজিবর রহমানের ছেলে ও নিহত আরোহী একই গ্রামের শামীম আল মামুনের ছেলে রিয়াদ মন্ডল (২২)। স্বজনদের বরাত দিয়ে স্থানীয়রা জানান, উপজেলার শৈলাট গ্রাম থেকে রোববার সন্ধ্যায় মোটর সাইকেলে করে পার্শ্ববর্তী ভালুকা উপজেলার কাঁচিনা গ্রামে যাচ্ছিলেন অনিক ও রিয়াদ। পথে শৈলাট উত্তরপাড়া পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অটোরিকশার সঙ্গে মোটর সাইকেলের সংঘর্ষ হয়। এতে আহত হলে তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১০টার দিকে রিয়াদ ও অনিক রাত ১১টার দিকে মৃতু্যবরণ করেন। সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি জানান, নীলফামারীর সৈয়দপুরে গত রোববার রাতে সৈয়দপুর-পার্বতীপুর সড়কে পার্বতীপুরগামী একটি ট্যাংকলড়ির চাকায় পিস্ট হয়ে সৈয়দপুরমূখী মোটর-সাইকেলের চালক শফিকুল ইসলাম ফিরোজ (৫০) নামে এক ব্যবসায়ীর মৃতু্য ঘটেছে। নিহত ফিরোজ সৈয়দপুর পৌরসভার ১০নং ওয়ার্ডের মৃত মোতালেবের পুত্র। সৈয়দপুর শহরের শহীদ ডা. জিকরুল হক সড়কে ফিরোজের নূর এন্টারপ্রাইজ' নামে আরএফএল' কোম্পানীর একটি পস্নাস্টিক আসবাবপত্রের দোকান রয়েছে। জানা যায়, ঘটনার সময় উলেস্নখিত এলাকায় পার্বতীপুরমূখী একটি তেলবাহী ট্যাংকলড়ি সৈয়দপুরমূখী মোটর-সাইকেলসহ চালক শহিদুল ইসলাম ফিরোজকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে দূর্ঘটনাস্থলেই ফিরোজের মাথার মগজ বেড়িয়ে সড়কের ওপর পড়ে থাকে। লোকজন তাকে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার মৃত ঘোষণা করেন। অভয়নগর (যশোর) প্রতিনিধি জানান, আনন্দ ভ্রমণে যশোরের অভয়নগর থেকে কক্সবাজার গিয়েছিলেন ভবদহ কলেজের শিক্ষক-কর্মচারীসহ তাদের পরিবার। গত রোববার বিকালে বাড়ি ফেরার পথে চট্রগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকোরিয়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে ভারপ্রাপ্ত অধ্যক্ষ, অন্যান্য শিক্ষক, নারী ও শিশুসহ ৩৭ জন আহত হয়। আহতদের চট্রগ্রামসহ ঢাকার কয়েকটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত সকলে শঙ্কামুক্ত বলে সোমবার অভয়নগর কলেজ শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ এস এম খায়রুল বাসার নিশ্চিত করেন। এ ব্যাপারে অভয়নগর কলেজ শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ এস এম খায়রুল বাসার বলেন, 'আনন্দ ভ্রমণ থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় কলেজ শিক্ষক সমিতির অনেক সদস্য তাদের পরিবার নিয়ে আহত অবস্থায় চট্রগ্রামসহ ঢাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আহত ৩৭ জনের শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে। চিকিৎসকরা বলেছেন আইসিইউসহ চিকিৎসাধীন সকলে এখন শঙ্কামুক্ত।