মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২

আমতলীতে ডাকাতের হামলায় জার্মান নাগরিকসহ ৩ জন আহত

আমতলী (বরগুনা) প্রতিনিধি
  ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
আমতলীতে ডাকাতের হামলায় জার্মান নাগরিকসহ ৩ জন আহত

বরগুনার আমতলীর ঘটখালী নামক গ্রামে নজরুল ইসলাম তালুকদারের বাড়িতে শনিবার গভীর রাতে এক দুধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। ডাকাতদের হামলায় গৃহকর্তা এবং জার্মান নাগরিকসহ ৩ জন আহত হয়।

জানা গেছে, আমতলী সরকারি কলেজের সাবেক ভারপ্রাপত্ম অধ্যক্ষ ইভাটার মালিক উপজেলার চাওরা ইউনিয়নের ঘটখালী গ্রামের নজরুল ইসলাম তালুকদারের বাড়ীতে শনিবার রাত ৩টার সময় ১০-১২ জনের একটি মুখোষধারী ডাকাত দল, দেশীয় অস্ত্র নিয়ে ঘরের জানালার গ্রীল ভেঙে ভেতরে প্রবেশ করে। এরপর গৃহকর্তা নজরুল ইসলাম তালুকদার ও বাড়ির কেয়ারটেকার আবদুস সোবাহানকে দেশীয় বন্দুক এবং লোহার রড দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। এরপর তারা ঘরের আলমিরা এবং মালামাল তছ নছ করে নগদ ৪ লক্ষাধিক টাকা, ৬-৭ ভরি স্বর্ণ ও আইফোনসহ ৩টি মোবাইল ফোন লুট করে নিয়ে যায়। এসময় ওই বাড়িতে বেড়াতে আসা জার্মান প্রবাসী রোকেয়া রথী ও তার স্বামী জার্মান নাগরিক মি. রথীকেও মারধর করে।

সহকারী পুলিশ সুপার (আমতলী ও তালতলী সর্কেল) তারিকুল ইসলাম মাসুদ, আমতলী থানার ওসি আরিফুল ইসলাম, আমতলী প্রেস ক্লাবের সভাপতি রেজাউল করিম, সহ-সভাপতি জসিম উদ্দিন হাওলাদার, সাধারণ সম্পাদক মনিরু্‌জ্জামান সুমন, সাংবাদিক ইউনিয়নের সভাপতি জসিমউদ্দিন সিকদার ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

ওসি আরিফুল ইসলাম বলেন, এঘটনায় তদন্ত সাপেক্ষে আইনী ব্যবস্থা নেওয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে