লক্ষ্ণীপুরের রামগতিতে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। শনিবার গভীর রাতে উপজেলা সদর আলেকজান্ডার বাজারের খন্দকার রোড়ের গলিতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে, এ ঘটনায় ১০ দোকান ঘর পলস্নী বিদু্যতের ৪ সার্ভিস তার ১টি শিল্প মিটারসহ ৪টি মিটার ও মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। অগ্নিকান্ডের প্রায় অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।
পুড়ে যাওয়া দোকানগুলো হলো জয়দেবের সেলুন দোকান, মিরাজ হোসেনের তৈল ও মুদি দোকান, রতন পিটারের পার্সের দোকান, জাকিরের ওষুধের দোকান, রুবেলের মোবাইল দোকান, আলমগীর মেস্তুরীর হার্ডওয়ার দোকান, মজনু পাটোয়ারী গোদামঘর, আকবরের চায়ের দোকান, আলমগীরের ভাংগারী মালের দুটি দোকান।
\হক্ষতিগ্রস্ত মিরাজ ও স্থানীয়রা জানান, গভীর রাতে জয়দেবের সেলুন দোকানের পিছনে বিদু্যতের লাইন থেকে আগুনের সূত্রপাত হয়ে মুহুর্তের মধ্যে তা ছড়িয়ে পড়ে। ওই সময় স্থানীয় লোকজনে সহায়তা ও ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনেন।
সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ আমজাদ হোসেন।