শ্রীপুরে অস্ত্রের মহড়া দিয়ে মাইকে চাঁদা দাবি, যুবদল নেতা বহিষ্কার! গ্রেপ্তার ৪

প্রকাশ | ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের শ্রীপুরে এমসি বাজার নিয়ন্ত্রণে নিতে মাথায় লাল গামছা পেঁচিয়ে রাম দা হাতে নিয়ে প্রকাশ্যে মহড়া দেওয়ার ঘটনায় ৪জনকে গ্রেপ্তার করেছে আইন শৃঙ্খলা বাহিনী সদস্যরা। এ ঘটনায় মামলার পর থেকেই পলাতক রয়েছে অভিযুক্ত যুবদল নেতা জাহাঙ্গীর আলমকে বহিষ্কার করা হয়েছে। অস্ত্রের মহড়ার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে বিষয়টি যুবদল কেন্দ্রীয় কমিটির নজরে আসে। গত রাতেই জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়ার সাক্ষরিত এক চিঠিতে তাকে বহিষ্কার করা হয়। দলটির কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকের নির্দেশে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়। এরআগে, শনিবার বিকেল ৪ টার দিকে উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহা সড়কের এমসি বাজার এলাকায় মহড়া দেয় ওই যুবদল নেতা। অভিযুক্ত জাহাঙ্গীর আলম উপজেলার তেলিহাটি ইউনিয়নের মুলাইদ গ্রামের নূরু বেপারীর ছেলে। জাহাঙ্গীর আলম শ্রীপুর উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য ও তেলিহাটি ইউনিয়ন ছাত্রদল সাবেক সদস্য সচিব। এ ঘটনার পর শনিবার দিবাগত রাত থেকে রোববার ভোররাত পর্যন্ত শ্রীপুর উপজেলার তেলিহাটি ও আশপাশের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করে যৌথ বাহিনীর সদস্যরা। গ্রেপ্তাররা হলেন- উপজেলার মুলাইদ মধ্যপাড়া গ্রামের মৃত দুলাল উদ্দিনের ছেলে হাসেম (৩৯), আইনুদ্দিনের ছেলে আসাদুল ইসলাম (২৪) ও মৃত ছমির উদ্দিনের ছেলে সুমন মিয়া (২৮) এবং টেপিরবাড়ি গ্রামের দেওচালা এলাকার মো. মাইজ উদ্দিনের ছেলে হৃদয় হাসান রাকিব (২৬)। শ্রীপুর থানার ওসি জয়নাল আবেদীন মন্ডল বলেন, ওই ঘটনায় রাতে মামলার পর অভিযান চালিয়ে চারজনকে আটক করা হয়েছে। অভিযুক্ত জাহাঙ্গীর আলমকে আটকের চেষ্টায় অভিযান চলছে। গাজীপুর জেলা যুবদলের আহব্বায়ক আতাউর মোলস্নাহ্‌ বলেন, দল থেকে সবসময় অপ্রীতিকর ঘটনা এড়িয়ে চলার আহ্বান জানানো হয়েছে। ইতিমধ্যে জাহাঙ্গীরকে দল থেকে বহিষ্কার করা হয়। কোনো ব্যক্তির অপকর্মের দায় নেবে না দল। প্রসঙ্গত,শনিবার বিকেলে মাথায় লাল গামছা পেঁচিয়ে রাম দা, লোহার রড, হকিস্টিকসহ নানা দেশীয় অস্ত্র নিয়ে যুবদল নেতা জাহাঙ্গীর আলম পিন্টুর নেতৃত্বে প্রকাশ্যে এমসি বাজার এলাকায় মহড়া দেয় একাধিক যুবক। এ সময় তারা স্স্নোগান দিচ্ছিল 'জাহাঙ্গীর ভাইয়ের অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন'। এ সময় যুবদল নেতা জাহাঙ্গীর আলম বেপারি বাজারের দোকানীদের উদ্দেশ্য করে মাইকে বলেন, 'এই মুহুর্তে আমি বাজারে চাঁদা ওঠানো শুরু করব! এমসি বাজার এখন থেকে আমার নিয়ন্ত্রণ চলবে। কেউ বাধা দিলে পরিনতি ভয়াবহ হবে!'