শিক্ষার্থীদের গবেষণায় আগ্রহী করে তুলতে ও গবেষণাবান্ধব ক্যাম্পাস গড়ে তুলতে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় গবেষণা সংসদ (জটজঝ)। বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে আরইউআরএস উদ্যোগে প্রথমবারের মতো দুই দিনব্যাপী আয়োজিত হলো ১ংঃ ওহঃবৎহধঃরড়হধষ ঝঃঁফবহঃ ঈড়হভবৎবহপব অহফ জবংবধৎপয ঋধরৎ-২০২৪ গত ২২ ফেব্রম্নয়ারি দুই দিনব্যাপী শুরু হওয়া এ মেলা শেষ হয় ২৩ ফেব্রম্নয়ারি।
এবারের গবেষণা মেলায় পাঁচ শতাধিক গবেষকসহ প্রায় এক হাজার শিক্ষার্থী অংশ নিচ্ছেন। দেশ-বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে ৫৭৩টি গবেষণা সারসংক্ষেপ জমা পড়েছে। এখান থেকে ৮৬ জন শিক্ষকের মাধ্যমে যাচাই-বাছাই করে করে ৩৩৪টি সারসংক্ষেপ চূড়ান্ত পর্যায়ের জন্য বাছাই করা হয়। সেখান থেকে ২০২জন প্রেজেন্টিং অথরসহ সর্বমোট ৪০৭ জন গবেষক চূড়ান্ত নিবন্ধন করেন।
এবারের মেলায় ৮০০এর বেশি নিবন্ধিত দর্শক অংশগ্রহণ করেছেন। ভলেন্টিয়ার মেম্বার রয়েছে ১৫০জন। বিশ্ববিদ্যালয় গবেষণা সংসদসহ দেশের ২৪টি বিশ্ববিদ্যালয়ের গবেষণা সংসদ অংশ নেবেন। এর মধ্য থেকে ১০টি বিশ্ববিদ্যালয় গবেষণা সংসদেও ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৯টি অনুষদ, চারটি ইনস্টিটিউট এবং একটি আন্তর্জাতিক গবেষনা সংগঠন, উচ্চশিক্ষা বিষয়ক সংগঠনের সরাসরি স্টল থাকছে। সংসদের উদ্যোগে মেলায় থাকছে ২মিনিটে গবেষণার বিভিন্ন অঙ্গ সম্পর্কে জানার সুযোগ।
উলেস্নখ্য, রাজশাহী বিশ্ববিদ্যালয় গবেষণা সংসদ মূলত শিক্ষার্থীদের গবেষণা নিয়ে কাজ করে। এই গবেষণা সংসদের মূলনীতিগুলো হলো জবংবধৎপয, জবহড়াধঃরড়হ, জবাড়ষঁঃরড়হ গবেষণা সংস্কৃতি তৈরীর লক্ষ্যে সক্রিয়ভাবে স্নাতক, স্নাতকোত্তর শিক্ষার্থীদের নিয়ে বিভিন্ন ধরনের গবেষণা কার্যক্রম, ইভেন্ট সেমিনার, ওয়ার্কশপ, ট্রেনিং ইত্যাদি আয়োজন করে থাকে এ সংগঠনটি।