মঙ্গলবার, ০৬ মে ২০২৫, ২৩ বৈশাখ ১৪৩২

'পরিবেশ রক্ষায় গণমাধ্যমের ভূমিকা অপরিসীম'

স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল
  ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
'পরিবেশ রক্ষায় গণমাধ্যমের ভূমিকা অপরিসীম'
টাঙ্গাইলের বাইপাসে বৃক্ষরোপণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল্যাহ আল মামুন -যাযাদি

'গণমাধ্যম কর্মীরা সংবাদ প্রচার-প্রকাশের পাশাপাশি সামাজিক কর্মকান্ডে এগিয়ে এলে সমাজ ও দেশের অগ্রগতি ত্বরান্বিত হবে। গণমাধ্যম সব সময় জনসচেতনতা ও জনমত গঠনে কাজ করে থাকে। পরিবেশ রক্ষায় গণমাধ্যমের ভূমিকা অপরিসীম। মানুষের সচেতনতা বাড়লে পরিবেশের উন্নয়ন হতে বাধ্য।'

রোববার যমুনা সেতু-ঢাকা মহসড়কে টাঙ্গাইলের নগরজলফৈ বাইপাসে ফেডারেল রিপোর্টার্স সোসাইটি আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা এ সব কথা বলেন।

ফেডারেল রিপোর্টার্স সোসাইটির সভাপতি ও গেস্নাবাল টিভির চিফ নিউজ এডিটর ফেরদৌস মামুনের সভাপতিত্বে ওই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) আব্দুল্যাহ আল মামুন। বিশেষ অতিথি ছিলেন টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার সোহেল রানা ও গালফ অয়েলের ব্যবস্থাপনা পরিচালক অম্স্নান মিত্র। সূচনা বক্তব্য রাখেন সোসাইটির সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম শিশির এবং স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক মোস্তফা কামাল (সুমন প্রামাণিক)। আরও বক্তব্য রাখেন টাঙ্গাইল সড়ক ও জনপথ অধিদপ্তরের উপ-বিভাগীয় প্রকৌশলী জাহিদুল ইসলাম, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে