মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২

চট্টগ্রামে পঞ্চম বিয়ে করায় স্বামীকে এলোপাতাড়ি কুপিয়ে খুন

পাঁচ জেলায় আরও ৫ মরদেহ উদ্ধার
স্বদেশ ডেস্ক
  ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
চট্টগ্রামে পঞ্চম বিয়ে করায় স্বামীকে এলোপাতাড়ি কুপিয়ে খুন
চট্টগ্রামে পঞ্চম বিয়ে করায় স্বামীকে এলোপাতাড়ি কুপিয়ে খুন

চট্টগ্রামে পঞ্চম বিয়ে করায় স্বামীকে এলোপাতাড়ি কুপিয়ে খুন করার ঘটনা ঘটেছে। এদিকে, বিভিন্ন ঘটনায় নিহত আরও পাঁচজনের মরদেহ উদ্ধার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। বাগেরহাটের শরনখোলা, নোয়াখালীর কোম্পানীগঞ্জ, মেহেরপুরের গাংনী, মৌলভীবাজারের কুলাউড়া ও হবিগঞ্জের মাধবপুর থেকে এসব মরদেহ উদ্ধার হয়। আঞ্চলিক অফিস ও প্রতিনিধিদের পাঠানো বিস্তারিত খবর-

চট্টগ্রাম বু্যরো জানায়, চট্টগ্রাম নগরের হালিশহর থানার বসুন্ধরা আবাসিক এলাকায় পঞ্চম বিয়ে করায় চতুর্থ স্ত্রীর হাতে মো. আলাউদ্দিন (৩৬) নামে এক যুবক খুন হয়েছেন। এ ঘটনায় ঘাতক স্ত্রীকে হেফাজতে নিয়েছে পুলিশ। গত শনিবার দিবাগত রাত দুইটার দিকে আবাসিক এলাকার ৬ নম্বর লেন জোড়া খাম্বা সংলগ্ন মর্জিনার মার কলোনির একটি ভবনে এ ঘটনা ঘটে।

নিহত আলাউদ্দিন নোয়াখালীর সোনাইমুরী থানার মতি অলম বাজার এলাকার বাসিন্দা। তিনি বর্তমানে হালিশহর থানাধীন বসুন্ধরা আবাসিক এলাকার ০৬ নম্বর লেইনের হাজী রফিক সাহেবের বাসায় ভাড়া থাকতেন। তার স্ত্রীর নাম নুর জাহান (২৩)। তিনি নোয়াখালী মাইজদী পূর্ব মাইজচর এলাকার মৃত নুরুল ইসলামের কন্যা।

জানা গেছে, আলাউদ্দিনের ৪র্থ স্ত্রী নুর জাহান। তিনি সম্প্রতি আবারও বিয়ে করেছেন। এই ঘটনা জেনে ক্ষুব্ধ হন নুর জাহান। এর জের ধরে শনিবার দিবাগত রাত দুইটার দিকে বাসার মধ্যেই ধারালো দা দিয়ে স্বামীকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করেন।

হালিশহর থানার এসআই আবু আসাদ মিয়া বলেন, জানুয়ারির প্রথম সপ্তাহে পঞ্চম বিয়ে করেন আলাউদ্দিন। চারটি বিয়ে করলেও তার সঙ্গে আছেন চতুর্থ স্ত্রী। বাকি তিন স্ত্রী কোথায় আছেন এখনও খোঁজ নেননি। চতুর্থ স্ত্রীকে না জানিয়ে আলাউদ্দিন আবারও বিয়ে করেন। বিষয়টি নিয়ে চতুর্থ স্ত্রীর সঙ্গে কথাকাটাকাটি ও মনোমালিন্য চলছিল। শনিবার রাতে এ বিষয়ে তাদের মধ্যে ঝগড়া হয়। এর এক পর্যায়ে ঘুমন্ত আলাউদ্দিনকে কুপিয়ে হত্যা করা হয়।

হালিশহর থানার ওসি মো. মনিরুজ্জামান বলেন, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ভুক্তভোগীর মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে। পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগীর চতুর্থ স্ত্রীকে আটক করা হয়েছে এবং হত্যাকান্ডে ব্যবহৃত ধারালো অস্ত্রটি উদ্ধার করা হয়েছে। অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বাগেরহাট প্রতিনিধি জানান, ইসলামী আন্দোলনের চরমোনাই পীর সাহেবের মাহফিল থেকে আর বাড়ি ফেরা হলো না বাগেরহাটের শরনখোলা উপজেলার মাওলানা মোতালেব হোসেন গাজীর। রোববার সকালে শরণখোলা থানা পুলিশ উপজেলার পশ্চিম খাদা এলাকার নাপিতবাড়ী সংলগ্ন খাল থেকে মোতালেব গাজীর মৃতদেহ উদ্ধার করেছে।

পুলিশ জানায়, খালে মৃতদেহ ভেসে থাকার খবর পেয়ে রোববার সকালেই পুলিশ পশ্চিম খাদা গ্রামের নাপিতবাড়ী সংলগ্ন খাল থেকে মাওলানা মোতালেব হোসেন গাজীর (৬৫) ভাসমান লাশ উদ্ধার করে। লাশের পাশে কাপড় চোপড় ভরা তার একটি ব্যাগ পাওয়া যায়। শরণখোলা থানার ওসি মো. শহীদুলস্নাহ বলেন, খাল থেকে উদ্ধার করা লাশের মৃতু্যর সঠিক কারণ জানার জন্য প্রথমে সুরতহাল রিপোর্ট ও পরে লাশ ময়না তদন্তের জন্য বাগেরহাট জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃতু্য মামলা রেকর্ড করা হয়েছে।

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি জানান, নোয়াখালীর কোম্পানীগঞ্জে পুকুরে গোসল করতে নেমে বিদু্যৎস্পৃষ্টে এক মাদ্রাসা ছাত্রের মৃতু্য হয়েছে। রোববার উপজেলার চরহাজারী ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের আমির আলী সিম্যান বাড়িতে এ ঘটনা ঘটে। নিহতের নাম ইকবাল হোসেন ফারহান (১২)। সে একই ইউনিয়নের আমীর আলী সিম্যান বাড়ির আবুল মোবারকের ছেলে এবং স্থানীয় আবু মাঝিরহাট এ সাঈদিয়া দাখিল মাদরাসার ৬ষ্ঠ শ্রেণির ছাত্র ছিল।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে বাড়ির পুকুরে গোসল করতে যায় ফারহান। ওই পুকুরের ওপর দিয়ে পলস্নী বিদু্যতের একটি তার ছিল। ফারহান গোসল করতে নামলে আকস্মিক পলস্নী বিদু্যতের একটি তার ছিঁড়ে পুকুরে পড়লে বিদু্যৎস্পৃষ্টে তার মৃতু্য হয়।

গাংনী (মেহেরপুর) প্রতিনিধি জানান, মেহেরপুরের গাংনীতে আতিয়ার রহমান (৩০) নামের এক ভ্যান চালকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার উপজেলার ছাতিয়ান- বাদিয়াপাড়া মাঠের রাস্তার পাশ থেকে তার মরদেহ উদ্ধার করে।

আতিয়ার রহমান উপজেলার করমদি গ্রামের মাঠ পাড়ার রহিদুল ইসলামের ছেলে। ভ্যান ছিনতাইকালে তাকে মাথায় আঘাত করে খুন করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। পুলিশ মরদেহ ময়না তদন্তের জন্য মেহেরপুর মর্গে প্রেরণ করে।

বড়ভাই মশিউর রহমান জানান, শনিবার দুপুরে ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হয়েছিলেন আতিয়ার। রাতে বাড়ি না ফেরায় পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করেন। অনেকেই ফেসবুকে আতিয়ারের ছবি দিয়ে নিখোঁজ সংবাদ দেন। রোববার দুপুরে স্থানীয়রা ওই মাঠের রাস্তার পাশে মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। সংবাদ পেয়ে পরিবারের লোকজনও ঘটনাস্থলে এসে মরদেহ সনাক্ত করে।

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি জানান, মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় নিখোঁজের ৩দিন পর কানাই পাসী (২৫) নামক এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত যুবকের গলাকাটা ও গায়ে আঘাতের চিহ্ন রয়েছে। শনিবার রাতে উপজেলার হলিছড়া চা-বাগানের লেক থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত কানাই পাসী হিঙ্গাজিয়া গ্রামের নারায়ন পাসীর ছেলে।

নিহতের স্ত্রী শিলা পাসী জানান, কানাই দিনমজুরীর পাশাপাশি রাতে উপজেলার ব্রাহ্মণবাজারে বাজার চৌকিদার (নাইট গার্ড) হিসেবে কাজ করতেন। গত বৃহস্পতিবার সকালে কাজের উদ্দেশে বের হয়ে আর বাড়ি ফেরেননি। এঘটনায় নিহত কানাই পাসীর বাবা নারায়ন পাসী বাদী হয়ে কুলাউড়া থানায় একটি হত্যা মামলা দায়েন করেন। এদিকে সন্দেহভাজন হিসেবে স্থানীয় বাসিন্দা বিকাশ গোয়ালা, শিবু গৌড় ও সৌরভ গৌড় নামক ৩ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

কুলাউড়া থানার ওসি (তদন্ত) সুদীপ্ত শেখর ভট্টাচার্য্য জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্ত সম্পন্ন করে রোববার বিকেলে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি জানান, হবিগঞ্জের মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের অলিপুর গ্রামের সোনাই নদীর পাড়ে গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় আবুল কাশেম (৪০) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ মর্গে প্রেরন করেছে পুলিশ। তিনি ওই ইউনিয়নের তুলশীপুর গ্রামের আবুল মোবারকের ছেলে।

পুলিশ জানায়- শনিবার রাত থেকেই আবুল কাশেমকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। রোববার সকালে এলাকার লোকজন তার লাশ গাছে ঝুলতে দেখে ফাঁড়িতে খবর দেয়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ মর্গে পাঠায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে