সংবাদ সংক্ষেপ
প্রকাশ | ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
প্রতিনিধি
শালিখায় মতবিনিময়
\হশালিখা (মাগুরা) প্রতিনিধি
মাগুরা শালিখায় গ্রাম আদালতের কার্য বিষয়ক সম্পর্কে 'কমিউনিটি মত বিনিময় সভা' এবং ভিডিও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। ধনেশ্বরগাতী ইউনিয়ন পরিষদে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সমাজ সেবক আব্দুর রাজ্জাক রাজা। সঞ্চালনায় ছিলেন গ্রাম আদালতে উপজেলা সমন্বয়কারী মোঃ ইলিয়াছ। অনুষ্ঠানে ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মকলেছুর রহমান, ইউ.পি সদস্য, শিক্ষক, ইমাম সহ বিভিন্ন পেশাজীবি সদস্যবৃন্দ অংশ গ্রহন করেন।
অজ্ঞাত ব্যক্তির মৃতু্য
ম উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি
কক্সবাজারের উখিয়ায় মানষিক ভারসাম্যহীন ৬০ বছর বয়সী এক অজ্ঞাত ব্যক্তি হাসপাতালে মারা গেছে। শুক্রবার রাতে উপজেলার মরিচ্যা পালং আল বারাকা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। হলদিয়া পালং ইউনিয়ন পরিষদের মেম্বার বোরহান উদ্দিন জানান, গতকাল সন্ধ্যায় অপরিচিত একজন লোক মাটির সাথে মুমূর্ষ অবস্থায় গড়াগড়ি করতে দেখতে পেয়ে তিনি তৎক্ষণিক পার্শ্ববর্তী হাসপাতালে নিয়ে যান। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কামরুল হোসেন চৌধুরী জানান, পরিচয় সনাক্ত না হওয়ায় শনিবার সকাল ১১ টা ৩০ মিনিটে দক্ষিণ মরিচ্যা কবরস্থানে মারা যাওয়া অজ্ঞাত ব্যক্তির দাফন সম্পন্ন করা হয়।
পোরশায় গরু চুরি
ম পোরশা (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর পোরশায় সিঁধ কেটে গোয়াল ঘরে প্রবেশ করে ৭টি গরু চুরি করে নিয়ে গেছে চোরেরা। শুক্রবার দিবাগত রাতে উপজেলার ঘাটনগর ইউনিয়নের মৃত মজিবর রহমানের ছেলে আইনুলের বাড়ির গোয়াল ঘরে সীঁদ কেটে প্রবেশ করে চোরেরা গরুগুলি নিয়ে যায়। গরুগুলির আনুমানিক মূল্য প্রায় ৫ লক্ষ টাকা। এবিষয়ে জানতে চাইলে পোরশা থানা অফিসার ইনচার্জ শাহীন রেজা জানান, চুরির ঘটনাটি তারা শোনেননি। তবে ঘটনা স্থল পরিদর্শন করে ব্যবস্থা নিবেন বলে জানান।
জামায়াতের মতবিনিময়
ম আত্রাই (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর আত্রাইয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী বড় শিমলা ৩ নম্বর ওয়ার্ড শাখার আয়োজনে গতকাল শুক্রবার সন্ধায় বড়শিমলা বাজার দলীয় কার্যালয়ে জামায়াতে ইসলামীর এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বড়শিমলা ওয়ার্ড জামায়াতে ইসলামীর সভাপতি মোঃ আব্দুল জলিল মন্ডলের সভাপতিত্বে ক্রিয়েটিভ মডেল একাডেমির ভাইস প্রিন্সিপাল মো. উজ্জল হোসেনের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন, ৮ নং হাটকালুপাড়া ইউনিয়ন জামায়াতী ইসলামী সাধারণ সম্পাদক মোঃ আলমগীর হোসেন। বিশেষ অতিথি ছিলেন চকশিমলা ২ নম্বর ওয়ার্ড শাখা জামায়াতে ইসলামী সভাপতি মোঃ হজরত আলী মন্ডল, সহ-সভাপতি মোঃ ইকবাল,সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান,সাংগঠনিক সম্পাদক মোঃ কামরুজ্জামান, প্রচার সম্পাদক মোঃ বেলাল,যুব ও ক্রীড়া সম্পাদক আঃ হান্নান,বায়তুল মাল সম্পাদক শহিদুল ইসলাম,চকশিমলা ২ নম্বর ওয়ার্ড শাখা জামায়াতে ইসলামী সাধারণ সম্পাদক মোঃ সাইদুল ইসলাম প্রমুখ।
আ'লীগ নেতা আটক
ম পোরশা (নওগাঁ) প্রতিনিধি
চলতি ডেভিল হান্ট অভিযানের অংশ হিসাবে নওগাঁর পোরশায় ওয়ার্ড পর্যায়ের একজন আওয়ামী লীগ নেতা ও ইউনিয়ন পর্যায়ের এক যুবলীগ নেতাকে আটক করেছেন থানা পুলিশ। শুক্রবার নিজ-নিজ গ্রাম এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন তেঁতুলিয়া ইউনিয়ন ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও চকনারায়ন গ্রামের সাইফুদ্দিনের ছেলে জিয়াউর রহমান (৪৫) ও ঘাটনগর ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক ও সোমনগর সুতলী গ্রামের মফিজ উদ্দিনের ছেলে আনোয়ার হোসেন (৩৫)। পোরশা থানা পুলিশ এর সত্যতা নিশ্চিত করেছেন। আটক দুইজনের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনে থানায় মামলা রয়েছে এবং শনিবার তাদের জেল হাজতে প্রেরন করা হয়েছে বলে পুলিশ জানান।
দোয়া মাহফিল
ম দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি
দুপচাঁচিয়া উপজেলার চামরুল ইউনিয়নের জোহাল মাটাই নিম্ন মাধ্যমিক বিদ্যালয় এমপিওভুক্ত হওয়ায় বিদ্যালয়ের আয়োজনে শনিবার দুপুরে বিদ্যালয় চত্বরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে এক আলোচনা সভা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুনছুর রহমান ফজলুর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফজলুল বারী তালুকদার বেলাল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল হামিদ, সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র জাহাঙ্গীর আলম। দোয়া পরিচালনা করেন মাওলানা আব্দুলস্নাহ আল গালিব।
যুবদল নেতাকে জখম
ম ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
\হটাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার ইউনিয়ন যুবদল নেতাকে শুক্রবার (২১ ফেব্রম্নয়ারি) রাত আনুমানিক ৮ টায় কুপিতে আহত করেছে সন্ত্রাসীরা। পূর্ব শত্রম্নতার জের ধরে আব্দুল আলীম নামে এক যুবদল নেতাকে কুপিয়ে মারাত্মক আহত করে বালির মধ্যে ফেলে রেখে যায় সন্ত্রাসীরা। সে উপজেলা গোবিন্দাসী ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি, কুকাদাইর গ্রামের বাংগাল শেখের ছেলে। শুক্রবার রাত ৮টার দিকে গোবিন্দাসী হাইস্কুল রোডের পাশে আহত অবস্থায় পরিত্যক্ত বালিতে ফেলে চলে যায় সন্ত্রাসীরা। ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ এ কে এম রেজাউল করিম জানান, ঘটনা স্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
হরিণের মাংস উদ্ধার
ম খুলনা প্রতিনিধি
খুলনার কয়রায় ঘড়িলাল এলাকার কপোতাক্ষ নদ থেকে ৬২ কেজি হরিণের মাংস উদ্ধার করা হয়েছে। কোষ্ট গার্ড ও বন বিভাগের যৌথ অভিযানে এ মাংস উদ্ধার হয়। এসময় একটি নৌকাও জব্দ করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি। শনিবার ভোরে দক্ষিণ বেদকাশী ইউনিয়নের ঘড়িলাল এলাকার কপোতাক্ষ নদ থেকে ৬২ কেজি হরিণের মাংস উদ্ধার ও ১ টি নৌকা জব্দ করা হয়।বিষয়টি নিশ্চিত করেছেন কোবাদক ফরেস্ট স্টেশন কর্মকর্তা মো. আনোয়ার হোসেন।
মালামাল লুট
ম চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি
কক্সবাজারের চকরিয়া থানার অদূরে প্রবাসী শ্রীমন্ত দাশের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। মুখোশ পরিহিত ৬ জন ডাকাত ধারালো অস্ত্র নিয়ে কৌশলে ঘরে প্রবেশ করে সবাইকে হত্যার হুমকি দিয়ে জিম্মি করে। এসময় পাহারাদার রবিন্দ্র দাশকে গলায় ছুরি ধরে হাত ও পায়ে ছুরিকাঘাত করলে তিনি আহত হন।
দেয়ালের বর্ণ উৎসব
ম গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি
'শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস' উপলক্ষে ময়মনসিংহের গফরগাঁওয়ে নানা আয়োজনে দিনব্যাপী দেয়ালের বর্ণ উৎসব ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। সুকুমার বৃত্তির পৃষ্ঠপোষক,সমাজ উন্নয়নমূলক সংগঠন দেয়ালের আয়োজনে শুত্রম্নবার হাতিখলা উচ্চ বিদ্যালয় মাঠে আলোচনা সভা, চিত্রাংকন, মেধা প্রতিযোগিতা,পিঠা উৎসব অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন হাতিখলা উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মুশফিকুর রহমান।
জন্মবার্ষিকী উদযাপন
ম আত্রাই (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর আত্রাইয়ে বাংলাদেশ স্কাউটস উপজেলা শাখার আয়োজনে শনিবার (২২-ফ্রেব্রয়ারী) সকাল ১১ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে স্কাউটস প্রতিষ্ঠাতাচ্লর্ড ব্যাডেন পাওয়েলচ্এর জন্মবার্ষিকী উপলক্ষে র?্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ স্কাউটস আত্রাই উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো.আব্দুল মতিনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন এবং বক্তব্য রাখেন,আত্রাই উপজেলা নির্বাহী অফিসার মো.কামাল হোসেন। এসময় উপস্থিত ছিলেন,বাংলাদেশ স্কাউটস আত্রাই উপজেলা শাখার সহ-সভাপতি মোঃ আবুল হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো.মোয়াজ্জেম হোসেন, একাডেমিক সুপার ভাইজার প্রদীপ কুমার সরকার, যুব উন্নয়ন অফিসার এসএম নাসির উদ্দিন,সহ-সভাপতি মোঃ বেলাল হোসেন প্রমুখ।
মতবিনিময় সভা
ম দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরে আপন ঘর ফাউন্ডেশন এর গেট টুগেদার ২০২৫ ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে শনিবার বেলা বারোটায় দিনাজপুর কসবা এলাকায় আপন ফাউন্ডেশন এর নিজস্ব অফিসে এই মতবিনিময় সবার আয়োজন করা হয়। উক্ত মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন, আপন ঘর ফাউন্ডেশনের চেয়ারম্যান মোঃ সাইফুল আলম ও মোহাম্মদ সেজানুর আলম শাওন ম্যানেজার আপন ঘর ফাউন্ডেশন দিনাজপুর অফিস সহ প্রতিষ্ঠানের সোহেল রানা কার্যকরী সদস্য আপন ঘর ফাউন্ডেশন দিনাজপুর শাখা মো: কাওসার আহাম্মেদ। কার্যকরী সদস্য আপন ঘর ফাউন্ডেশন দিনাজপুর শাখা অন্যান্য কর্মকর্তা।
ওপেন হাউস ডে
ম ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের ফুলবাড়ী থানা পুলিশের আয়োজনে সর্বসাধারণের মতামত ও সমস্যা নিয়ে পুলিশের সঙ্গে ওপেন হাউস ডে অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুর ১২টায় জনসাধারণের অংশগ্রহণে থানা চত্বরে ওপেন হাউজ ডে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর জেলার নবাগত পুলিশ সুপার মো. মারুফাত হুসাইন। ফুলবাড়ী থানা অফিসার ইনচার্জ (ওসি) একেএম খন্দকার মুহিব্বুল এর সভাপতিত্বে ও পুলিশ পরিদর্শক (ইন্সপেক্টর তদন্ত) আব্দুলস্নাহ আল মামুন এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শেখ মো. জিন্নাহ আল মামুন।