রংপুরে মেডিকেল অ্যাসিস্ট্যান্টট ট্রেনিং স্কুল (ম্যাটস), ডিপেস্নামা ইন মেডিকেল ফ্যাকাল্টি (ডিএমএফ) ইসু্যতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের গৃহীত সিদ্ধান্তকে হঠকারী আখ্যার প্রতিবাদ ও পাঁচ দফা দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ইন্টার্ন চিকিৎসক ও মেডিকেল শিক্ষার্থীরা। গতকাল শনিবার সাকালে রংপুর মেডিকেল মোড়ে এ কর্মসূচি পালন করেন তারা। এতে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। কর্মসূচিতে রংপুর মেডিকেল কলেজ, প্রাইম মেডিকেল কলেজ, কমিউনিটি মেডিকেল কলেজ ও আর্মি মেডিকেল কলেজের শিক্ষার্থী এবং ইন্টার্ন চিকিৎসকরা অংশ নেন। রংপুর মেডিকেল কলেজের ইন্টার্ন চিকিৎসক ও আন্দোলনকারী ডা. মাহফুজুর রহমান বলেন, স্বাস্থ্যখাতকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের হটকারী সিদ্ধান্তের বিরুদ্ধে রংপুর অঞ্চলের মেডিকেল শিক্ষার্থী ও ইন্টার্ন চিকিৎসকরা আন্দোলনে নেমেছে।