নেত্রকোনার কলমাকান্দার গোপালবাড়ি চেংনী গ্রামে বাংলাদেশের জাতীয় হাজং সংগঠন কেন্দ্রীয় পরিষদের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলন উদ্বোধন করেন হাজং মাতা রাশিমণি কল্যাণ পরিষদে সভাপতি মতিলাল হাজং। জাতীয় হাজং সংগঠনের সভাপতি আষিশ কুমার হাজং এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক পলটন হাজং এর সঞ্চালনায় অন্যান্যেদের মধ্যে অতিথি ছিলেন এনজিও কর্মকর্তা প্রফুলস্ন হাজং, ধর্ম অধিকারী মনেষ গোস্বামী, বীর মুক্তিযোদ্ধা অখিল চন্দ্র হাজং, ট্রাষ্ট্রী স্বপন হাজং, সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক ফরিদ হাজং, শিক্ষক হরিদাস হাজং, সেনজিদ হাজং রুপক, ট্রাষ্টী বিপুল হাজং ও সিনিয়র সাংবাদিক মো. ফখরুল আলম খসরু। সম্মেলনের প্রথম পর্বে অনন্য অবদানের জন্য বিষেশ সম্মাননা প্রদান করা হয়। সম্মাননা প্রাপ্তদের মধ্যে রাশিমণি স্মৃতি স্তম্ব নির্মাণকারী বিশিষ্ট নারী নেতৃত্ব খুকিবির ও ধান গবেষণা বিজ্ঞানী সেন্টু হাজং কে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।