দিনাজপুরের পার্বতীপুরে দীর্ঘ ছয় বছর পর বেশ উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে রংপুর বিভাগীয় ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের নির্বাচন। শনিবার (২২ ফেব্রম্নয়ারি) সকাল থেকে শান্তিপূর্ণ ভাবে শুরু হয়েছে ভোট গ্রহণ। এ দিকে শুক্রবার (২১ ফেব্রম্নয়ারী) সন্ধ্যায় নির্বাচন কমিশনের পক্ষ পাতিত্বের অভিযোগে সভাপতি প্রার্থী শাহাদত হোসেন শাদো সহ আরো দুই প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা থেকে তাঁদের নিজেদের নাম প্রত্যাহার করে নিয়েছেন। শুক্রবার সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনের মাধ্যমে নির্বাচন থেকে তাঁদের নিজেদের নাম প্রত্যাহার করার ঘোষণা দেন। সভাপতি প্রার্থী শাহাদাত হোসেন শাদো ছাড়াও সাধারণ সম্পাদক প্রার্থী শামসুজ্জোহা ও দপ্তর সম্পাদক প্রার্থী কাজী আল মামুন তাদের প্রার্থীতাও প্রত্যাহার করার ঘোষণা দেন।