শেরপুরের নকলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে জামায়াতে ইসলামী নকলা উপজেলা শাখার উদ্যোগে ফেরুষা এলাকায় দিনব্যাপী এ শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়। উপজেলা জামায়াতের আমীর মাওলানা গোলাম সারোয়ার সভাপতিত্বে ও উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক শরিফুল ইসলামের সঞ্চালনায় এ শিক্ষা শিবিরে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমির মাওলানা হাফিজ রহমান।