হোসেনপুরে গতিরোধক স্থাপনের দাবিতে মানববন্ধন
প্রকাশ | ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি
কিশোরগঞ্জের হোসেনপুরে দুর্ঘটনা ও অকাল মৃতু্য রোধে প্রাপ্তি আইডিয়াল স্কুলের সামনের সড়কে গতিরোধক স্থাপনের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
শনিবার সকালে উপজেলার গোবিন্দপুর চৌরাস্তা-কিশোরগঞ্জ সড়কে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচির আয়োজন করে প্রাপ্তি আইডিয়াল স্কুলের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় জনতা।
মানববন্ধনে বক্তব্য রাখেন প্রাপ্তি আইডিয়াল স্কুলের প্রতিষ্ঠাতা আফাজ উদ্দিন, প্রধান শিক্ষক কানিজ ফয়জুন্নাহার বীথি, শ্রমিক কল্যাণ ফেডারেশন কিশোরগঞ্জ জেলা শাখার আহবায়ক আলাল মিয়া,গোবিন্দপুর ইউনিয়ন যুবদলের সভাপতি সোহেল রানা প্রমুখ।
হোসেনপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কাজী নাহিদ ইভা জানান, প্রাপ্তি আইডিয়াল স্কুলের শিক্ষার্থী নোহা মনি সড়ক দুর্ঘটনায় নিহত হবার বিষয়টি শুনেছি। এলজিইডির প্রকৌশলীর সঙ্গে কথা বলে খুব শীঘ্রই বিদ্যালয়টির সামনে একটি গতিরোধক নির্মাণ করা হবে।