বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২

শিবগঞ্জে হিমাগারের ভাড়া বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি
  ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
শিবগঞ্জে হিমাগারের ভাড়া বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন

বগুড়ার শিবগঞ্জ উপজেলার আলু ব্যবসায়ী ও কৃষকেরা মানববন্ধন করেছে। চলতি মৌসুমে কৃষকদের আলু সংরক্ষনের স্থান হিমাগারের ভাড়া বৃদ্ধির প্রতিবাদে নাগরন্দর কালিপাড়া হিমাগারের সামনে বেলা ১১টায় এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে আলু ব্যবসায়ী ও কৃষকেরা বলেন, এই উপজেলায় ১৭টি হিমাগার রয়েছে। গত বছরে প্রতি বস্তা ৩৫০ টাকায় ও কেজিতে ৬ টাকা ভাড়া নির্ধারণ ছিল। অথচ স্টোর কর্তৃপক্ষ কোন কিছু না জেনেই বিভিন্ন অজুহাতে চলতি মৌসুমে প্রতি বস্তায় ৪৮০ ও কেজিতে ৮ টাকা নির্ধারণ করে। এর প্রতিবাদে গত কয়েক দিন যাবত উপজেলার কৃষক ও ব্যবসায়ীদের এই দাবীর প্রেক্ষিতে স্টোরে আলুর কার্ড (বুকিং) কার্যক্রম বন্ধ রয়েছে। মানববন্ধন কর্মসূচিতে ব্যবসায়ী ও কৃষকরা আরও বলেন, দাবী পুরণ না হলে উপজেলার কৃষক ও ব্যবসায়ীরা একত্রিত হয়ে বড় ধরনের আন্দোলনের ডাক দেওয়া হবে। প্রয়োজনে আমরা স্টোরে তালা ঝুলিয়ে দিব। অযৌক্তিক ভাবে ভাড়া বৃদ্ধির ঘটনা তদন্ত সাপেক্ষে সঠিক ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের নিকট জোর দাবী জানান। মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন, উপজেলার আলু ব্যবসায়ী নুরুল ইসলাম মিষ্টার, সাবেক পৌর কাউন্সিলর ইয়াকুব আলী এবং কৃষকরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে