বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২

চট্টগ্রামে আওয়ামী লীগের ২৫ নেতাকর্মী গ্রেপ্তার

চট্টগ্রাম বু্যরো
  ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
চট্টগ্রামে আওয়ামী লীগের ২৫ নেতাকর্মী গ্রেপ্তার

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) বিশেষ অভিযানে অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে আওয়ামী লীগ ও এর সহযোগী বিভিন্ন সংগঠনের ২৫ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (২০ ফেব্রম্নয়ারি) রাত ১টা থেকে শুক্রবার (২১ ফেব্রম্নয়ারি) রাত ১২টা পর্যন্ত নগরের বিভিন্ন থানায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। সিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গ্রেপ্তারকৃতরা হলো- মো. মোক্তার আলম, মো. কামাল হোসেন, মো. কোরবান প্রকাশ কোরবান আলী, চন্ডীপুর ইউপি যুবলীগের সাবেক যুগ্ম আহব্বায়ক হুমায়ুন কবির, মো. সাজন মিয়া, ইফরান উদ্দিন চৌধুরী, মো. আরকান উদ্দিন, এস এম আলমগীর রানা, মো. রাসেল, মো. ইসতিয়াক হাসান ইমন, নাজের উদ্দিন প্রকাশ নুরু, মো. শাহাব উদ্দিন, মো. হাসান, মো. তানভীর, মো. আলামিন, মো. শফি আলম প্রকাশ বাদশা, মোহাম্মদ আলী, মো. জুলহাস, মো. শাহীন আলম, মো. সোহেল, মো. হাসান, মো. সুমন, ৩৯ নম্বর ওয়ার্ড আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সংগঠক নিজামুল হক নিজাম, সাজ্জাদ আলম বাপ্পি ও কর্ণফুলী উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো. এনামুল হক।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মাহমুদা বেগম জানান, এদের বিরুদ্ধে নগরীতে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির পরিকল্পনার অভিযোগ আছে। এছাড়া আসামিদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে, সন্ত্রাসী বিরোধী আইনে ও পেনাল কোড আইনে দায়ের হওয়া এক বা একাধিক মামলা রয়েছে। এসব মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাদের আদালতে সোপর্দ করা হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে