সভা অনুষ্ঠিত
প্রকাশ | ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের কালিয়াকৈরে উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভা শনিবার অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পলস্নী উন্নয়ন বিভাগের আয়োজনে উপজেলা পরিষদের সভাকক্ষে এক সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার আহাম্মেদ। অনুষ্ঠানে ইউআরডিও বলেন ১৯৭৩সালে কালিযাকৈর উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি ঘঠন করা হয় এবং অদ্য সময় পর্যন্ত এই উপজেলার সমতি পরিচালিত হয়ে আসছে।
কালিয়াকৈর ইউসিসি'র ব্যবস্থাপনা পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি দানিছুর রহমানের সভপতিত্বে ও উপজেলা পলস্নী উন্নয়ন কর্মকর্তা মোঃ সুমন মোলস্নার সঞ্চালনায় এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আক্তারুজ্জামান, টংগী ইউসিসি'র চেয়ারম্যান এমআর বাবুল আহাম্মেদ, লতিফপুর সমাবায় সমিতির সভাপতি মোসা ফরিদা বেগম, গাজীপুর জেলা জাসাসের সভাপতি এরশাদুল আলম গাজীপুর জেলা ট্রাক মালিক সমিতির সাধারন সম্পাদক হযরত আলী মিলন, এছাড়াও বিএনপি নেতা সালাউদ্দিনসহ অন্যান্যরা।