ইবির দুই বিভাগে পুনর্মিলনী

প্রকাশ | ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০

ইবি প্রতিনিধি
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) আল কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ এবং ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল সাড়ে ১০ টায় বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তন থেকে বর্ণাঢ্য র?্যালি বের করেন আল কুরআন বিভাগ। র?্যালিটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় বিভাগের সভাপতি অধ্যাপক ড. নাছির উদ্দীন মিঝির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুলস্নাহ। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাংগীর আলম ও থিওলজি এন্ড ইসলামি স্টাডিজ বিভাগের ডিন অধ্যাপক ড. আ ব ম সিদ্দিকুর রহমান আশরাফী। অনুষ্ঠানে গেস্ট অফ অনার ছিলেন আকিজ গ্রম্নপের চেয়ারম্যান ড. শেখ মহিউদ্দিন। এসময় বিভাগের অন্য শিক্ষক ও প্রায় এক হাজারের অধিক সাবেক ও বর্তমান শিক্ষার্থী উপস্থিত ছিলেন। এদিকে বিশ্ববিদ্যালয়ের বটতলায় ৬ষ্ঠ পুনর্মিলনীর আয়োজন করে ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগ অ্যালামনাই এসোসিয়েশন। বিভাগের সভাপতি অধ্যাপক ড. শরিফ মো. আল রেজার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী।