মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২

পালিয়ে যাওয়া দুই কিশোরী উদ্ধার

রাজস্থলী (রাঙামাটি) প্রতিনিধি
  ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
পালিয়ে যাওয়া দুই কিশোরী উদ্ধার

পরিবারের কাজ না করার কারণে মা বকা দেওয়ায় অভিমানে বাড়ি থেকে পালিয়ে যাওয়া সাধনা তনচংগ্যা (১৬) ও ননাবী তনচংগ্যা (১৪) নামে দুই কিশোরীকে আট দিন পর চট্টগ্রাম নগরীর বায়েজীদ বোস্তামি থানার এলাকা থেকে উদ্ধার করেছে রাজস্থলী থানার পুলিশ। টানা আট দিনের চেষ্টায় শুক্রবার (২১ ফেব্রম্নয়ারি ) দুপুরে দুই কিশোরীকে উদ্ধার করেন রাজস্থলী থানার উপ-পরিদর্শক (এসআই) সৌরভ পাল, এস আই নূরজামান, এস আই কল্যান, নারী সদস্য সীমা আকতার। পরে বাবা-মা ও স্থানীয় ইউপি সদস্য ভূবন তনচংগ্যা ও উদয় তনচংগ্যার জিম্মায় ওই দুই কিশোরীদের তুলে দেওয়া হয় বলে পূর্বকোণ কে জানান রাজস্থলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী। দুই কিশোরী সাধনা তনচংগ্যা পিতা খিরামন তনচংগ্যা ও ননাবী তনচংগ্যা পিতা রবীন তনচংগ্যা মুবাছড়ি গ্রামের মেয়ে।

রাজস্থলী থানার এস আই কল্যান বলেন, 'তারা লেখা পড়া না করার কারণে মায়ের বকা খেয়ে রাগ করে বাসা থেকে পালিয়ে গিয়েছিল তারা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে