মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২

ধামরাইয়ে স্ত্রীর সামনেই চোখ উপড়ে ও কুপিয়ে স্বামীকে হত্যা

ধামরাই (ঢাকা) প্রতিনিধি
  ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
ধামরাইয়ে স্ত্রীর সামনেই চোখ উপড়ে ও কুপিয়ে স্বামীকে হত্যা
ধামরাইয়ে স্ত্রীর সামনেই চোখ উপড়ে ও কুপিয়ে স্বামীকে হত্যা

ঢাকার ধামরাইয়ে পূর্ব শত্রম্নতার জের ধরে বাবুল হোসেন নামে এক সাবেক ইউপি সদস্যকে তার স্ত্রীর সামনেই কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। শুক্রবার বিকেলে ধামরাইয়ের কুলস্না ইউনিয়নের বড় কুশিয়ারা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত বাবুল হোসেন (৫২) কুলস্না ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের সাবেক সদস্য ছিলেন এবং মাখুলিয়া গ্রামের মৃত ইদ্রিস আলীর ছেলে। এ ঘটনায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। স্থানীয় এলাকাবাসী ও নিহতের স্বজনদের কাছ থেকে জানা গেছে, বাবুল হোসেন ও তার স্ত্রী ইয়াসমিন বেগম শুক্রবার বিকেলে বাড়ি থেকে অর্ধকিলোমিটার দুরে কুশিয়ারা তার জমিতে সরিষা মাড়াই করতেছিলেন। এসময় একই এলাকার কয়েকজন তাকে ঘিরে এলোপাথারীভাবে ধারালো অস্ত্র দিয়ে কুপাতে থাকে এবং তার একটি চোঁখ উপড়ে ফেলা হয় ও পায়ের রগ কেটে দেওয়া হয়। এসময় স্ত্রীর ডাক চিৎকারে এলাকাবাসী এগিয়ে গেলে হামলাকারীরা দৌড়ে পালিয়ে যায়। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের স্ত্রী ইয়াসমিন আক্তার খুনিদের পা ধরে স্বামীর প্রাণভিক্ষা চেয়েছিলেন কিন্তু খুনিদের মন গলেনি বলে জানান নিহতের আত্মীয় আসিফ হোসেন। নিহতের চাচাতো ভাই সাইদুর রহমান জানান, পূর্ব শত্রম্নতার জের ধরে একই এলাকার শওকত আলী, মনির, রাজিব, আফসান, আনোয়ার হোসেন, আরশেদ, শরিফসহ কয়েকজন মিলে বাবুল হোসেনকে কুপিয়ে হত্যা করে। তবে কি নিয়ে পূর্ব শত্রম্নতা তা সঠিকভাবে কেউ বলতে পারেনি। তবে গত চার মাস আগে একই এলাকার বিলের পানিতে ভাসমান গলিত অবস্থায় নিহত বাবুল হোসেনের বাবা ইদ্রিস আলীর লাশও পাওয়া গিয়েছিল।

স্থানীয় নাসির উদ্দিন জানান, চার-পাঁচদিন আগেও ওই হামলাকারীরাই বাবুল হোসেনের ছেলে ইভা ও ইয়ামিনকে মারধর করতে চেয়েছিলেন। তবে কি কারণে মারতে চেয়েছিলেন তাও সঠিকভাবে বলতে পারেননি।

ধামরাই থানার ওসি জানান, সাবেক ইউপি সদস্য বাবুল হোসেনকে যারা হত্যা করেছে তাদের ধরার জন্য পুলিশের একাধিক টিম কাজ করছে। থানায় মামলা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে