২০২৪ এর জুলাই বিপস্নবের পর নতুন এক বাংলাদেশ তৈরির সুযোগ সামনে এসেছে। বাংলাদেশকে নতুনভাবে বিশ্বব্যাপী পরিচিত করাতে হবে। এ জন্য বাংলা ভাষাকে বিশ্বজনীন করার উদ্যোগ নিয়ে বাংলা ভাষাকে আন্তর্জাতিক ভাষায় রূপান্তরিত করতে হবে। শুক্রবার (২১ ফেব্রম্নয়ারি) আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহীদ দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী পাঁচলাইশ থানা কর্তৃক মুরাদপুর চত্ত্বরে আয়োজিত এক আলোচনায় সভায় প্রধান অথিতির বক্তব্যে জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগর সাংগঠনিক সম্পাদক ও সাবেক কাউন্সিলর অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী এই আহবান জানান।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী বলেন, বাংলা ভাষার সম্মান ও মর্যাদা রক্ষায় আমাদের সবার এগিয়ে আসতে হবে। সরকারি, বেসরকারি যোগাযোগ ও বিচার বিভাগের রায় বাংলায় করতে হবে। শিক্ষা ব্যবস্থা বিশেষ করে উচ্চশিক্ষায় বাংলাকে গুরুত্ব দেয়ার জন্য বাংলা ভাষায় বই লিখা, গবেষণা বাড়াতে হবে। অপসংস্কৃতির আগ্রাসন থেকে জাতিকে রক্ষায় সাংস্কৃতিক পরিমন্ডলে সঠিকভাবে বাংলা ভাষার ব্যবহার করতে হবে। সাথে সাথে দেশে বিভিন্ন ক্ষুদ্র ক্ষুদ্র নৃগোষ্ঠী মাতৃভাষা ও আঞ্চলিক ভাষাকে রক্ষার উদ্যোগ নিতে হবে। মাতৃভাষায় কথা বলা, এই ভাষায় শিক্ষা লাভ করার সুযোগ পাওয়া সব নাগরিকের মৌলিক অধিকার।
পাঁচলাইশ থানা আমীর ইঞ্জিনিয়ার মাহবুবুল হাসান রুমির সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা মফিজুল হকের পরিচালনায় আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট সসমাজসেবক ও চিকিৎসক নেতা ডা. আবু নাসের, ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সেক্রেটারি মোহাম্মদ আলী।
আরো বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী পাঁচলাইশ থানা নায়েবে আমীর সোলাইমান চৌধুরী, শুলকবহর ওয়ার্ড আমীর তৌহিদুল ইসলাম, পশ্চিম ষোলশহর আমীর কাজী আব্বাস আলী, পাঁচলাইশ থানা শুরা ও কর্মপরিষদ সদস্য ইঞ্জিনিয়ার আরিফুল হোসাইন, শফিউল আজিম মন্টি, জাহান উদ্দীন প্রমুখ