কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি : ঢাকা খুলনা মহাসড়কে গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলায় দুইটি বাসের সংঘর্ষে বাসের চালক ও সুপার ভাইজার ঘটনাস্থলে নিহত হয়েছেন। কাশিয়ানী উপজেলার হিরন্যকান্দী নামক স্থানে সাম্পান হাইওয়ে রেস্টুরেন্টের সামনে শনিবার সকাল সাড়ে ১০ ঘটিকায় এ দূর্ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে নিহতদের লাশ উদ্ধার করে এবং দূর্ঘটনা কবলিত বাস দুটি জব্দ করে। দুর্ঘটনায় টুংগীপাড়া এক্সপ্রেস ড্রাইভার গোপালগঞ্জ সদরের গোবরা গ্রামের মো. মন্টু শেখ (৫৩) ও ওই বাসের সুপারভাইজার মো. আরিফ (৪৫) নিহত হন।
দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি : দুপচাঁচিয়ায় সড়ক দুর্ঘটনায় ব্যাটারী চালিত অটোভ্যানের ৩ আরোহীর নিহত এবং ৩জন গুরুতর আহত হয়েছেন। নিহতরা হলেন দুপচাঁচিয়া উপজেলার চৌমুহনী বানিয়াদীঘি এলাকার সাইফুল ইসলামের ছেলে শাফিকুল ইসলাম(৪২) একই গ্রামের আব্দুল আজিজের ছেলে মোজাহার আলী(৬০) ও আদমদীঘি উপজেলার সান্তাহার এলাকার মৃত মুনছুর আলীর ছেলে শহিদুল ইসলাম (৬০)। এ ঘটনায় আহত ৩জনের মধ্যে গুরুতর আহত ২জনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অপর আহত ১জন দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে চিকিৎসাধীন রয়েছেন। ২১ফেব্রম্নয়ারি শুক্রবার রাত সোয়া ৮টার সময় বগুড়া-নওগাঁ সড়কের দুপচাঁচিয়া মেইল বাসস্ট্যান্ড এলাকার আরিফ ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারের সামনে এ দুর্ঘটনাটি ঘটেছে। ঘটনার পরপরই ট্রাকটি চলে যায়।
সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় এক শিক্ষার্থী নিহত হয়েছে। ২২ ফেব্রম্নয়ারি ২০২৫ শনিবার সকালে বার্ষিক শিক্ষা সফরে গাজীপুর সাফারী পার্কে যাওয়ার সময় ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদার উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির এক শিক্ষার্থী সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে বলে জানা যায়। ওই শিক্ষার্থী উপজেলার সাতপোয়া ইউনিয়নের চর আদ্রা গ্রামের কৃষক সিদ্দিকুর রহমানের একমাত্র ছেলে রাশেদুল ইসলাম। সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. চাঁদ মিয়া বলেন, সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বিকাল ৪টায় জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন করা হয়।