বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২

উখিয়ায় যুবকের রহস্যজনক মৃতু্য, তদন্তের দাবি পরিবারের

উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি
  ২২ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
উখিয়ায় যুবকের রহস্যজনক মৃতু্য, তদন্তের দাবি পরিবারের

কক্সবাজারের উখিয়ায় লোহাগাড়ার আলসাফ উদ্দিন মারুফ (১৮) নামে এক যুবকের রহস্যজনক মৃতু্য হয়েছে। এটি হত্যা নাকি আত্মহত্যা এ নিয়ে চলছে মিশ্র প্রতিক্রিয়া।

গত বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার রাজাপালং ইউনিয়নের গিলাতলী জনৈক মফিজ আলমের ভাড়া বাসা হতে মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত যুবক মারুফ চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার দক্ষিণ সুরসুরি গ্রামের আলাউদ্দিনের পুত্র বলে জানিয়েছেন উখিয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আরিফ হোসেন।

স্থানীয়দের অভিযোগ, তিনি মানসিক ভারসাম্যহীন ও আত্মহত্যা করছে এমন অপপ্রচার চালিয়ে গেলেও এই মৃতু্য নিয়ে রহস্য দেখা দিয়েছে। তাদের ভাষ্য নিহত যুবক লোহাগাড়া থেকে উখিয়ায় কার বাড়িতে এসেছিল বের করতে হবে। মারফের মৃতু্যর আসল ঘটনা সুষ্ঠু তদন্তের মাধ্যমে উদঘাটনের দাবি পরিবারের।

তদন্তকারী অফিসার এসআই সৌরব হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে গলায় ফাঁস লাগানো অবস্থায় মরদেহ উদ্ধার করা হয়। সুরতাহাল রিপোর্ট তৈরি শেষে ময়নাতনদের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে