বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২

দর্শনায় উদ্ধারকৃত ৬ বোমা নিস্ক্রিয় ভোরে কেঁপে উঠলো শহর

দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
  ২২ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
দর্শনায় উদ্ধারকৃত ৬ বোমা নিস্ক্রিয় ভোরে কেঁপে উঠলো শহর

দর্শনা পৌরবাসীর চরম আতংকের মধ্যে দিন কাটাচ্ছে। স্কুলে ছেলেমেয়েদের পাঠাতে ভয় পাচ্ছে। গত বৃহস্পতিবার দর্শনায় উদ্ধারকৃত ৬ টি বোমা কেরু চিনকলের পুকুর পাড়ে নিস্ক্রিয় করা হয়েছে। এ সময় পুরো শহর ও আসপাস এলাকা বিস্ফোরনের শব্দে প্রকম্পিত হয়ে ওঠে। গতকাল শুক্রবার ভোরে বোমাগুলো নিষ্‌িক্রয় করা হয়।

দর্শনা থানা পুলিশ জানায় আগেরদিন সকালে দর্শনা পৌরসভার ঈশ্বরচন্দ্রপুর গ্রামের রুবেল হোসেনের বাড়ির পাস থাকে ২টি এবং পার্শবর্তি আকন্দবাড়িয়া গ্রামের মাঝেরপাড়া মসজিদের পিছন থেকে ৪ টি মোট ৬ টি বোমার দেখা মেলে। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে এবং সারাদিনব্যাপী বোমা গুলো সেনাবাহিনী ও পুলিশ প্রহরায় রাখা হয়। ঐদিন রাতে রাজশাহী রেপিড একশন ব্যাটেলিয়নের- ৫ ইউনিটের বোম নিষ্‌িক্রয় দলকে খবর দেয়া হয়।পরে শুক্রবার ভোর ৪ টার দিকে কেরু চিনিকলের পুকুরপাড়ে ৬ টি বোমা নিস্ক্রিয় করা হয়।

দর্শনা থানার ওসি শহীদ তিতুমীর জানান এ বিষয়ে দর্শনা ঈশ্বরচন্দ্রপুর গ্রামের আ. মান্নানের ছেলে রুবেল হোসেন বাদি হয়ে একটি মামলা করেছে,সন্দেহ ভাজন দর্শনা পৌরসভার দঃচাদপুর গ্রামের আজিজুল হকের ছেলে আলিহিম হোসেনকে (৫০) আটক পুর্বক প্রাথমিক জিঞ্জাসা করা হচ্ছে, বাকি আসামী ধরার চেস্টা করছি।

চুয়াডাঙ্গা সহকারি পুলিশ সুপার (দামুড়হুদা- জীবননগর সার্কেল) জাকিয়া সুলতানা জানান ঘটনা তদন্ত পুর্বক প্রয়োজনীয় ব্যাবস্‌হা নেয়া হবে,,অপরাধ করে পার পাওয়ার সুযোগ নেই।

উলেস্নখ্য, গত ১৩, ১৫ ও ১৬ ফেব্রম্নয়ারি দর্শনা কেরু চিনিকল এলাকা থেকে পৃথক পৃথক ভাবে ৬ টি বোমা উদ্ধার করে রাজশাহী রেপিড একশন ব্যাটালিয়নের -৫ ইউনিটের ও যশোর সেনানীবাসের ৫৫ পদাতিক ডিভিশনের বোম ডিসপোজাল ইউনিট তা নিস্ক্রিয় করেছিল। সে বিষয়েও কেরু চিনিকল কতৃপক্ষ পৃথক দুটি মামলা দায়ের করেছিল। দর্শনা শিল্প ও সীমান্ত শহর বর্তমানে বোমাতাংক বিরাজ করছে বলে সর্ব সাধারন সহ অনেকেই মনে করছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে