বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২

কুয়েট উপাচার্যের ওপর হামলার সুষ্ঠু তদন্ত দাবি রাবি শিক্ষক ফোরামের

রাবি প্রতিনিধি
  ২২ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
কুয়েট উপাচার্যের ওপর হামলার সুষ্ঠু তদন্ত দাবি রাবি শিক্ষক ফোরামের

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্য অধ্যাপক মুহাম্মদ মাছুদের ওপর হামলার তীব্র নিন্দা এবং সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষীদের বিচারের আওতায় এনে শাস্তির দাবি জানিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম।

শুক্রবার সকালে জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি অধ্যাপক ড. মো. আব্দুল আলিম এবং সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মোহাম্মদ আমীরুল ইসলাম স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানান।

বিবৃতিতে ফোরামের নেত্রীবৃন্দ বলেন, গত মঙ্গলবার একদল উত্তেজিত শিক্ষার্থী উপাচার্য অধ্যাপক মুহাম্মদ মাছুদকে ক্যাম্পাসে অবরুদ্ধ করে শারীরিকভাবে হেনস্তা করেন। একপর্যায়ে এই উচ্ছৃঙ্খল মব উপাচার্যের ওপর হামলা করে। এতে তিনি অসুস্থ হয়ে পড়েন এবং কুয়েটের মেডিকেল সেন্টারে ভর্তি হয়ে চিকিৎসা গ্রহণ করেন। হামলাকারীরা বৈষম্যবিরোধী নামে শিক্ষার্থীদের আন্দোলনের পস্ন্যাটফর্ম এবং একটি গোপন সংগঠনের সঙ্গে যুক্ত বলে জানান তারা।

বিবৃতিতে আরও বলেন, দেশে বিরাজনীতিকরণের চক্রান্তে লিপ্ত গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতাবিরোধী একটি চক্র কুয়েটের শান্ত ক্যাম্পাসকে অস্থিতিশীল করতে চাচ্ছে। উপাচার্যকে হেনস্তা করা তাদের সুদূরপ্রসারী ষড়যন্ত্রের অংশ, যা ছাত্রলীগের ফ্যাসিবাদী আচরণেরই পুনরাবৃত্তি। এমন অবস্থায় ফোরামের নেতারা কুয়েট উপাচার্যের ওপর সহিংস আক্রমণের তীব্র নিন্দা এবং সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিচারের আওতায় আনার দাবি জানান। একই সঙ্গে দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানে গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতে সরকারের কাছে আহবান জানান তারা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে