বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২

লক্ষ্ণীপুর আইনজীবী সমিতি নির্বাচনে বিএনপি সমর্থিতদের জয়

লক্ষ্ণীপুর প্রতিনিধি
  ২২ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
লক্ষ্ণীপুর আইনজীবী সমিতি নির্বাচনে বিএনপি সমর্থিতদের জয়

লক্ষ্ণীপুর আইনজীবী সমিতি নির্বাচনে ১৫পদের মধ্যে সভাপতি-সম্পাদক সহ ৯পদেই বিএনপিপন্থি আইনজীবীরা জয় লাভ করেছে। অন্যদিকে ৪টি পদে আওয়ামী লীগ পন্থি আইনজীবীরা নির্বাচিত হয়।

বৃহস্পতিবার লক্ষ্ণীপুর আইনজীবী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ৪০৪জন ভোটারের মধ্যে ৩৮৯জন ভোটাধিকার প্রয়োগ করেন।

পরে ভোট গণনা শেষে রাতে পৌনে ১২টার দিকে ফলাফল ঘোষনা করেন প্রধান নির্বাচন কমিশনার এড. আজগর হোসেন।

এতে সভাপতি হিসেবে নির্বাচিত হন মনিরুল ইসলাম হাওলাদার ও সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন রফিক উল্যাহ।

বাকিরা হলেন, সহ সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন আবদুল মজিদ, মোঃ সামছু উদ্দিন, সহ সম্পাদক কামরুল হাসান রনি, আরাফাত হোসাইন সুমন, পাঠাগার সম্পাদক মাহমুদুর রহমান মিশন ভূঁইয়া, সাংস্কৃতিক সম্পাদক রেহানুল ইসলাম, অডিটর জিহাদ হোসাইন, সদস্য আমিরুন নাহিন নেপচুন, নিগার হায়দার, শিহাব উদ্দিন, রাসেল হোসেন, জাকির হোসেন মোহন ও সাইফুল ইসলাম দিপু।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে