ব্রাহ্মণবাড়িয়ায় শহীদ মিনারে ফুল দেওয়া নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ২

প্রকাশ | ২২ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০

স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে শহিদ মিনারে ফুল দেওয়াকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের সংঘর্ষের সময় ধারালো অস্ত্রের আঘাতে বিলস্নাল মিয়া ও জীবন আলী নামে দুই কর্মী আহত হয়েছে। আহতদের উদ্ধার করে বিজয়নগর উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে চিকিৎসা দেওয়া হয়। স্থানীয়রা জানান, রাতে শহিদ মিনারে ফুল দেয়ার সময় মহসিন ও শাহআলম গ্রম্নপের লোকজন এক সাথে ফুল দিতে গেলে বাদানুবাদ থেকে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এ ব্যাপারে বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রওশন আলী জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে এই ঘটনা ঘটে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।