গফরগাঁওয়ে ভাষা সৈনিক ও ভাষা শহীদদের সম্মাননা প্রদান

প্রকাশ | ২২ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি
অমর একুশে ফেব্রম্নয়ারী শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৫ উপলক্ষে ময়মনসিংহের গফরগাঁওয়ে ভাষা সৈনিক এবং ভাষা শহিদ পরিবারকে সংবর্ধনা এবং সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে শুত্রম্নবার সকালে ভাষা শহীদ আব্দুল জব্বার গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর প্রাঙ্গণে এ সম্মাননা প্রদান করা হয়। শহীদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার রুবাইয়া ইয়াসমিন। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবাইয়া ইয়াসমিন ভাষা সৈনিক আলহাজ মকবুল হোসেন ও ভাষা শহিদ আব্দুল জব্বারের পরিবারের সদস্যদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন। অনুষ্ঠানে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশ গ্রহণে চিত্রাঙ্কণ প্রতিযোগীতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এর আগে একুশের প্রথম প্রহরে ভাষা শহীদ আব্দুল জব্বারের বাড়িতে স্থাপিত কেন্দ্রীয় শহীদ মিনারে রাত ১২টা ১মিনিটে প্রথমে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার রুবাইয়া ইয়াসমিন পুস্পস্তবক অর্পন করেন। পরে উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনসমূহ, জামায়াতে ইসলামী, গফরগাঁও পৌরসভা, গফরগাঁও প্রেস ক্লাব, বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, স্কুল-কলেজ, সাহিত্য-সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনসমূহ এবং সর্বস্তরের হাজারো জনতা পুষ্পার্ঘ অর্পন করে। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (গফরগাঁও সার্কেল) আফরোজা নাজনীন, সহকারী কমিশনার (ভূমি) আমির সালমান রনি, গফরগাঁও থানার ওসি শিবিরুল ইসলাম, পাগলা থানার ওসি মোহাম্মদ ফেরদৌস আলম প্রমুখ।