রক্তস্নাত ভাষা আন্দোলনের পথ ধরে রাষ্ট্রভাষা পাওয়ার দিন, মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ১৯৫২ সালের এই দিনে মাতৃভাষা বাংলার দাবিতে বুকের রক্ত ঢেলে দিয়েছিলেন রফিক, সালাম, বরকত, শফিউর, জব্বারসহ অনেকে। একুশের প্রথম প্রহর থেকেই সারাদেশ কৃতজ্ঞ চিত্তে ভাষা শহীদদের স্মরণ করছে।
একুশের নতুন চেতনায় দেশ গড়ার প্রত্যয়ে ভালোবাসা ও শ্রদ্ধার সঙ্গে পালিত হলো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি সম্মান জানিয়েছেন নানা শ্রেণি-পেশার মানুষ। দিবসটি উপলক্ষে শুক্রবার সকাল ৭টা থেকে প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন উদ্যোগে প্রভাত ফেরি করে শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ শুরু হয়। এরপর নানা কর্মসূচরি মাধ্যমে দিবসটি পালন করা হয়। কর্মসূচির মধ্যে ছিল- দিবসের প্রথম প্রহরে শহীদ বেদীতে পুষ্পার্ঘ অর্পণ, ভোরে প্রভাতফেরী, জাতীয় পতাকা অর্ধনমিতভাবে উত্তোলন, কালোব্যাজ ধারণ, চিত্রাঙ্কন-রচনা প্রতিযোগিতা, কবিতাবৃত্তি, আলোচনা সভা, পুরষ্কার বিতরণ ইত্যাদি। আঞ্চলিক অফিস, স্টাফ রিপোর্টার ও প্রতিনিধিদের পাঠানো বিস্তারিত খবর-
স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল জানান, টাঙ্গাইলে প্রথম প্রহরে শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে জেলা প্রশাসক শরীফা হক ফুলেল শ্রদ্ধা নিবেদন করে দিবসের কর্মসূচি শুরু করেন। এরপর বিভিন্ন সরকারি দপ্তর, টাঙ্গাইল প্রেসক্লাব, রাজনৈতিক দল ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে ফুলেল শ্রদ্ধা নিবেদন করা হয়। টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হকের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন পুলিশ সুপার মিজানুর রহমান, টাঙ্গাইল স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক শিহাব রায়হান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল্যাহ আল মামুন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদা আক্তার, বীর মুক্তিযোদ্ধা হামিদুল হক মোহন, টাঙ্গাইল প্রেস ক্লাবের সভাপতি অ্যাডভোকেট জাফর আহমেদ প্রমুখ।
স্টাফ রিপোর্টার, নীলফামারী জানান, একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি সম্মান জানিয়েছেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের নীলফামারীর এরিয়া অফিস। পুস্পমাল্য অর্পণকালে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান, সিভিল সার্জন ডা. হাসিবুর রহমান, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের নীলফামারীর এসিও'র সিনিয়র ম্যানেজার অনুকুল চন্দ্র বর্মন, প্রোগ্রাম অীফসার মৈত্রী স্নাল ও জন কেনেডি ক্রুজ, টেকনিক্যাল স্পেশালিষ্ট মার্গারেট মধু। বাংলা অক্ষর দিয়ে সাজানো হয় নীলফামারী শহীদ মিনার ও শহীদ মিনার সংলগ্ন নবনির্মিত শিশু পার্ক ও পার্কের বিভিন্ন বৃক্ষরাজি।
স্টাফ রিপোর্টার, নেত্রকোনা জানান, নেত্রকোনা জেলা শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে একুশের প্রথম প্রহরে বিনম্র শ্রদ্ধাজলি অর্পণ করেন জেলা প্রশাসক বনানী বিশ্বাস, পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ, সিভিল সার্জন ডা. অনুপম ভট্রাচার্য্য, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক আরিফুল ইসলাম সরদার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাফিকুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শামীমা ইয়াসমীন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সুখময় সরকার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মুন মুন জাহান লিজা, সদর ইউএনও আসমা বিনতে রফিক, জেলা মুক্তিযোদ্ধা দলের আহবায়ক আব্দুল মান্নান তালুকদার, জেলা বিএনপি, জেলা যুবদল, জেলা স্বেচ্ছাসেবক দল, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক অনিক মাহাবুব চৌধুরীসহ সর্বস্থরের নেতৃবৃন্দ।
বরিশাল অফিস জানায়, বরিশাল বিশ্ববিদ্যালয়ে দিবস উপলক্ষে শুক্রবার সকাল ৯ টায় প্রভাত ফেরি সহকারে বিশ্ববিদ্যালয় পরিবার ক্যাম্পাসের কেন্দ্রীয় শহীদ মিনারে এসে সমবেত হন সবাই। এরপর পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করা হয়।
বিশ্ববিদ্যালয়ের কীর্তনখোলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপাচার্য প্রফেসর ড. শুচিতা শরমিন। মহান শহীদ দিবস উদ্যাপন কমিটির আহবায়ক এবং কলা ও মানবিক অনুষদের ডিন ড. মোহাম্মদ তানভীর কায়ছারের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপ-উপাচার্য প্রফেসর ড. গোলাম রব্বানী। অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন আইন অনুষদের ডিন সরদার কায়সার আহমেদ, তাপসী রাবেয়া বসরী হলের প্রাধ্যক্ষ শারমিন আক্তার, রসায়ন বিভাগের চেয়ারম্যান ড. গাজী জহিরুল ইসলাম, ছাত্র পরামর্শ ও নির্দেশনা অফিসের পরিচালক সুজন চন্দ্র পাল। শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন সাইদুর রহমান ও আসমা খানম। ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক প্রজ্ঞা পারমিতা বোসের সঞ্চালনায় সভায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
পাবনা প্রতিনিধি জানান, পাবনা কলেজের অধ্যক্ষ জু হা মোহাম্মদ আতিকুলস্নাহর সভাপতিত্ব দিবসের তাৎপর্য তুলে ধরে আলেচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক সিনেট সদস্য, পাবনা কলেজের সভাপতি বিশিষ্ট রাজনীতিবিদ জহুরুল ইসলাম বাবু। আরও বক্তব্য দেন কলেজের উপাধ্যক্ষ রাশেদ হোসেন ফারুক রনি, সহকারী অধ্যাপক মোশাররফ হোসেন, সহকারী অধ্যাপক মির্জা আলী হায়দার, সহকারী অধ্যাপক পারভীন আরা প্রমুখ।
পঞ্চগড় প্রতিনিধি জানান, পঞ্চগড়ে জেলা প্রশাসক সাবেত আলী ও পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সী পুষ্পস্তবক অর্পণ করেন। এরপরই বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ সর্বস্তরের মানুষ পুষ্পস্তবক অর্পণ করে। সকালে সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি অফিস-আদালত ও শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখায়। বিকেলে সরকারি অডিটোরিয়াম চত্বরে সপ্তাহব্যাপী ভাষা সৈনিক সুলতান বই মেলা উদ্বোধন করা হয়। রাতে সরকারি অডিটোরিয়ামে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শেরপুর প্রতিনিধি জানান, শেরপুরে কেন্দ্রীয় মিনারে শ্রদ্ধঞ্জলি জানান তরফদার মাহমুদুর রহমান, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, আমিনুল ইসলাম শেরপুর জেলা পুলিশ সুপার শেরপুর। আরও শ্রদ্ধঞ্জলি জানান শেরপুর পৌরসভা - শেরপুর চেম্বার অব কর্মাস এন্ড ইন্ড্রাট্রি ভারপ্রাপ্ত সভাপতি আরিফ হোসেন ও পরিচালক বৃন্দ ও বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন- শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ও সর্বস্তরের মানুষ শহীদদের শ্রদ্ধা নিবেদন করতে শহীদ মিনারে ভিড় জমান। এরপর সর্ব সাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়।
ঠাকুরগাঁও প্রতিনিধি জানান, ঠাকুরগাঁওয়ে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন জেলা প্রশাসক ইশরাত ফারজানা। এরপর পুলিশ প্রশাসনের পক্ষ থেকে পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম এবং জেলা বিএনপির পক্ষ থেকে সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমীন পুষ্পমাল্য অর্পণ করেন।
এরপর পর্যায়ক্রমে জেলা মুক্তিযোদ্ধা সংসদ, জেলা পরিষদ, ঠাকুরগাঁও প্রেস ক্লাব, জেলা বিএনপি, যুবদল, ছাত্রদলসহ জেলার সরকারি, বে-সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারিরাসহ সর্বস্তরের মানুষ শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।
গাজীপুর প্রতিনিধি জানান, যথাযোগ্য মর্যাদা ও নানা আয়োজনের মধ্যে দিয়ে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) এ মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসত্ম২০২৫ উদ্যাপিত হয়েছে। একুশের প্রথম প্রহর রাত ১২:০১ মিনিটে ইনস্টিটিউটের পরিচালকবৃন্দ, বিজ্ঞানী, কর্মকর্তা, কর্মচারী, শিক্ষক, শ্রমিক ও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে বারি'র শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করার মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়।
এদিকে, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে (বাউবি) অমর একুশে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষ্যে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। দিবসের কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার সকালে ঢাকায় কেন্দ্রীয় শহিদ মিনারে উপাচার্য অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম এর নেতৃত্বে প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সাঈদ ফেরদৌস, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীগণ পুস্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহিদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
একই দিন সকালে বাউবির গাজীপুরস্থ ক্যাম্পাসের শহিদ মিনারে ট্রেজারার অধ্যাপক ড. আবুল হাসনাত মোহা. শামীম নেতৃত্বে রেজিস্ট্রার ড. শফিকুল আলম, ডিন, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীগণ পুস্পস্তবক অর্পন করে ভাষা শহিদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
অন্যদিকে, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটে (ব্রি) দিবসটি উপলক্ষে ইনস্টিটিউটের গাজীপুর সদর দপ্তরে প্রশাসনিক ভবনের সামনে সকালে জাতীয় পতাকা অর্ধনমিত এবং কালো ব্যাজ ধারণ করা হয়। পরে শহিদদের বিদেহী আত্নার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এরপর শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন ব্রির মাননীয় মহাপরিচালক ড. মোহাম্মাদ খালেকুজ্জামান। পরে ব্রিতে ক্রিয়াশীল বিভিন্ন সংগঠন, বি আর আর আই উচ্চ বিদ্যালয় এবং ব্রি প্রগতি প্রাথমিক বিদ্যালয়ের পক্ষে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
গোপালগঞ্জ প্রতিনিধি জানান, গোপালগঞ্জে প্রথম প্রহর রাত ১২টা ১ মিনিটে প্রথমে ফুল দিয়ে শ্রদ্ধা জানান জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামানের নেতৃত্বে জেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধা সংসদ। পুলিশ সুপার মিজানুর রহমানের নেতৃত্বে পুলিশ প্রশাসন। এরপর জেলা পরিষদ, জেলা বিএনপির আহবায়ক শরীফ রফিকুজ্জামানের নেতৃত্বে জেলা বিএনপি ও সহযোগী সংগঠন, গোপালগঞ্জ পৌরসভা, গোপালগঞ্জ রিপোর্টার্স ফোরাম, উদীচী শিল্পী গোষ্ঠীসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠান ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে।
জামালপুর প্রতিনিধি জানান, জামালপুরে কস্খদ্ধা জানান জেলা প্রশাসক হাসিনা বেগম। এছাড়াও পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলামের নেতৃত্বে পুলিশ বিভাগ, সিভিল সার্জন ডা. ফজলুল করিমের নেতৃত্বে স্বাস্থ্য বিভাগ, প্রধান নির্বাহী কর্মকর্তা সরকার আব্দুলস্নাহ আল মামুনের নেতৃত্বে জেলা পরিষদ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুনের নেতৃত্বে জামালপুর জেলা বিএনপি, জামালপুর জেলা প্রেস ক্লাব, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, সচেতন নাগরিক কমিটি (সনাক), টিআইবি, উদীচী শিল্পী গোষ্ঠী প্রমুখ শ্রদ্ধা নিবেদন করে।
মেহেরপুর প্রতিনিধি জানান, মেহেরপুরে পুষ্পার্ঘ অর্পণ করেন জেলা প্রশাসক সিফাত মেহনাজ ও পরে পুলিশ সুপার মাকসুদা আক্তার খানম। বিএনিপির পক্ষ থেকে শহীদ মিনারে পুষ্পার্ঘ অর্পণ করেন জেলা বিএনপির আহ্বায়ক জাভেদ মাসুদ মিল্টন, যুগ্ম আহ্বায়ক কামরুল হাসান, বিএনপির অপর পক্ষ থেকে শহীদ মিনারে পুষ্পার্ঘ অর্পণ করেন যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর বিশ্বাসসহ বিএনপির দলীয় নেতা-কর্মীরা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে শহীদ মিনারে পুষ্পার্ঘ অর্পণ করেন যুগ্ম আহ্বায়ক আশিক রাব্বিসহ শিক্ষার্থীরা।
জয়পুরহাট প্রতিনিধি জানান, জয়পুরহাটে জেলা প্রশাসক আফরোজা আক্তার চৌধুরী, পুলিশ সুপার মোহাম্মদ আবদুল ওয়াহাব, বিএনপির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক এইএম ওবায়দুর রহমান চন্দন, জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন। এরপর একে একে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে পুস্পস্তবক অর্পণ করেন জেলা মুক্তিযোদ্ধা সংসদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল, জয়পুরহাট প্রেসক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ সর্বস্তরের জনগণ।
আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি জানান, ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ইউএনও গাজালা পারভীন রুহির নেতৃত্বে প্রশাসনের কর্মকর্তারা প্রথম পুষ্পস্তবক অর্পণ করেন। পরে একে একে সবাই শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে। এদিকে, শুক্রবার সকাল ১০ টায় উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন আব্দু ও সাধারণ সম্পাদক খোরশেদ আলমের নেতৃত্বে বিএনপি, পৌর বিএনপি, যুবদল, ছাত্রদলের নেতাকর্মীরা শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন করেন।
আত্রাই (নওগাঁ) প্রতিনিধি জানান, নওগাঁর আত্রাইয়ে ইউএনও কামাল হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন আত্রাই থানার ওসি শাহাবুদ্দিন, উপজেলা বিএনপির সভাপতি এস এম রেজাউল রেজু, সাধারণ সম্পাদক তসলিম উদ্দিন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোয়াজ্জেম, যুব উন্নয়ন কর্মকর্তা এসএম নাসির উদ্দিন, কৃষি অফিসার প্রসেনজিৎ তালুকদার প্রমুখ।
ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি জানান, কিশোরগঞ্জের ভৈরবে ইউএনও শবনম শারমিনের পুষ্পস্তবকের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। এছাড়া বিভিন্ন সংগঠনের আয়োজনে দিনব্যাপী চিত্রাংকন প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভাসহ নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে।
ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি জানান, পাবনার ভাঙ্গুড়ায় ইউএনও নাজমুন নাহারের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে পুষ্পস্তবক অর্পন করেন ইউএনও নাজমুন নাহার, পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) তাসমিয়া আক্তার রোজী, ভাঙ্গুড়া থানার পুলিশ পরিদর্শক শফিকুল ইসলাম, উপজেলা বিএনপির আহবায়ক নূর মুজাহিদ স্বপন ও সদস্য সচিব প্রভাষক জাফর ইকবাল হিরোক প্রমুখ।
ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি জানান, কুষ্টিয়ার ভেড়ামারায় সরকারি কলেজের উদ্যোগে শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুস সাত্তার। ভেড়ামারা প্রি-ক্যাডেট বিদ্যালয়ে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের সভাপতি জাহাঙ্গীর হোসেন জুয়েল।
বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি জানান, দিনাজপুরের ফুলবাড়ি উপজেলার বেতদীঘি ইউনিয়নের দলদলিয়া বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের শহীদ মিনারে শহীদদের ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন ও দোয়া খায়ের অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয় পরিচালনা কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি আইদুল ইসলাম, সদস্য স্থানীয় ইউপি সদস্য মোজাফ্ফর রহমান, প্রধান শিক্ষক আজমিনা আকতার প্রমুখ শ্রদ্ধা নিবেদন করেন।
চারঘাট (রাজশাহী) প্রতিনিধি জানান, চারঘাট উপজেলায় ইউএনও জান্নাতুল ফেরদৌসের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) আরিফ হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা আল মামুন হাসান, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আসাদুজ্জামান, চারঘাট মডেল থানার অফিসার ইনচার্জ আফজাল হোসেন, উপজেলা প্রকৌশলী কর্মকর্তা রতন কুমার ফৌজদার চারঘাট প্রেস ক্লাবের সভাপতি নজরুল ইসলাম বাচ্চু প্রমুখ উপস্থিত ছিলেন।
চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি জানান, ফরিদপুরের চরভদ্রাসনে কর্মসূচিতে উপস্থিত ছিলেন ইউএনও মনিরা খাতুন, এসিল্যান্ড নিশাত ফারাবী, চরভদ্রাসন থানার ওসি রোজিউলস্নাহ খান, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা হাফিজুর রহমান, কৃষি কর্মকর্তা মামুনুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ প্রমুখ।
কুবি প্রতিনিধি জানান, কুমিলস্না বিশ্ববিদ্যালয় (কুবি) কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন উপাচার্য অধ্যাপক ড. হায়দার আলী। এ সময় উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান, প্রক্টর (ভারপ্রাপ্ত) সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগম, ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. এম. এম. শরিফুল করিম, বাংলা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. শামজুম্মান মিলকী, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক মাহমুদুল হাসান প্রমুখ।
হাবিপ্রবি প্রতিনিধি জানান, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. এনামউল্যার নেতৃত্বে এবং প্রো ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম সিকদার ও ট্রেজারার প্রফেসর ড. এম. জাহাঙ্গীর কবিরের উপস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা কালো ব্যাচ ধারণ করেন।
শাবি প্রতিনিধি জানান, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবি) জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন করেন উপাচার্য অধ্যাপক ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরী ও উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সাজেদুল করিম। এর আগে ভাষা শহীদদের স্মরণে বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট সকলেই কালো ব্যাচ ধারণ করেন। উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন, শহীদ দিবস উদ্যাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. আব্দুর রহিম, বিভিন্ন অনুষদের ডিন, ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক, প্রক্টর, রেজিস্ট্রার, বিভাগীয় প্রধান, হল প্রভোস্ট, বিভিন্ন দপ্তরের প্রধান, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা।
ডামুড্যা (শরীয়তপুর) প্রতিনিধি জানান, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও ভাষা আন্দোলনের মহান শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়েছে শরীয়তপুরের ডামুড্যা সাংবাদিক ইউনিয়ন। শুক্রবার উপজেলা শহীদ মিনারে শ্রদ্ধা জানান ডামুড্যা সাংবাদিক ইউনিয়ন সদস্যবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন ডামুড্যা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ নান্নু মৃধা, সিনিয়র সহ-সভাপতি নুরুল ইসলাম খোকন, সহ-সভাপতি শফিকুল ইসলাম ভূইয়া, সাধারণ সম্পাদক কালাম সরদার, যুগ্ম সাধারণ সম্পাদক নাদিম মাহমুদ সেলিম, সাংগঠনিক সম্পাদক আ. রহমান সোহেল, সদস্য আবু আলম প্রমুখ।
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি জানান, কুষ্টিয়ার দৌলতপুরে ইউএনও আব্দুল হাই সিদ্দিকী-এর সভাপতিত্বে আলোচনায় অংশ নেন এসিল্যান্ড ফয়সাল আহমেদ, কৃষি কর্মকর্তা নুরুল ইসলাম, প্রানী সম্পদ কর্মকর্তা ডা. মাহমুদুল ইসলাম, দৌলতপুর থানার ওসি নাজমুল হুদা, নির্বাচন কর্মকর্তা অঞ্জন কুমার মন্ডল, বীর মুক্তিযোদ্ধা রিয়াজুল ইসলাম প্রমুখ।
ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি জানান, খুলনার ডুমুরিয়ায় উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শেখ সরোয়ার হোসেন ও সাবেক আহবায়ক মোল্যা মোশাররফ হোসেন মফিজের নেতৃত্বে দুই গ্রম্নপের পৃথকর্ যালি খুলনা-সাতক্ষীরা মহাসড়ক প্রদক্ষিণ করে কলেজ শহীদ বেদীতে শ্রদ্ধাঞ্জলী অর্পন করেন দলের কয়েক হাজার নেতাকর্মী।
ভারপ্রাপ্ত ইউএনও আসাদুল ইসলামের সভাপতিত্বে উপজেলা অডিটরিয়ামে আলোচনা সভায় বক্তব্যদেন থানা অফিসার ইনচার্জ মাসুদ রানা, কৃষি কর্মকর্তা ইনসাদ ইবনে আমিন, মৎস্য কর্মকর্তা জিলস্নুর রহমান রিগ্যান, প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ কবির হোসেন, মাধ্যামিক শিক্ষা কর্মকর্তা দেবাশীষ কুমার বিশ্বাস, সমবায় কর্মকর্তা সরদার জাহিদুর রহমান, সমাজসেবা কর্মকর্তা সুব্রত কুমার বিশ্বাস প্রমুখ।
দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি জানান, রাজশাহী জেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ও রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনে জামায়াতের দলীয় প্রার্থী মুহাম্মদ নুরুজ্জামান লিটন বলেছেন, ১৯৫২ সালের মহান একুশের চেতনা ধারণ করে আমরা ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীনতা অর্জন করেছি। তাই সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়তে গণতান্ত্রিক সকল রাজনৈতিক দলকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
শুক্রবার সকালে দুর্গাপুর উপজেলা প্রশাসন আয়োজিত শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কথা বলেন নুরুজ্জামান লিটন।
ইউএনও সাবরিনা শারমিনের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সুমন চৌধুরী, দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ দুরুল হুদা, সরকারি বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও ছাত্র-ছাত্রীবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা ও সুশীল সমাজের নেতৃবৃন্দ।
দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি জানান, নেত্রকোনার দুর্গাপুরে উপজেলা প্রশাসন, দুর্গাপুর পৌরসভা, মুক্তিযোদ্ধা সংসদ, পুলিশ প্রশাসন, বিএনপি, সিপিবি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের অংশগ্রহনে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে রাত ১২টা ১ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের অংশগ্রহনে পুষ্পস্তবক অর্পন করা হয়। পরবর্তিতে উপজেলা প্রশাসনের আয়োজনে একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ নাসির উদ্দিনের সঞ্চালনায় ইউএনও নাভিদ রেজওয়ানুল কবীরের সভাপতিত্বে আলোচনা করেন বীর মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন তালুকদার, ওসি বাচ্চু মিয়া, প্রেস ক্লাব সভাপতি তোবারক হোসেন খোকন, মাধ্যমিক শিক্ষা অফিসার রজলুর রহমান আনছারী, জামায়েতে ইসলামীর সাবেক আমীর রুস্তম আলী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জেলা কমিটির রাতুল খান রুদ্র প্রমুখ।
গাইবান্ধা প্রতিনিধি জানান, গাইবান্ধায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হয়। রাত ১২টা ১ মিনিটে গাইবান্ধা জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, গাইবান্ধা প্রেসক্লাব, প্রগতি লেখক সংঘসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন পৌর শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে।
এরপর সকাল সাড়ে ১০টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ হয়।
ক্ষেতলাল (জয়পুরহাট) প্রতিনিধি জানান, জয়পুরহাটের ক্ষেতলালে উপজেলা প্রশাসন,উপজেলা পরিষদ, মুক্তিযোদ্ধা সংসদ, থানার অফিসার ইনচার্জ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও সহযোগী সংগঠনের পক্ষে দলীয় নেতৃবৃন্দ,অফিসার্স ক্লাব, ফায়ার সার্ভিস,পলস্নী বিদু্যৎ সমিতি, সাবরেজিস্টার, সরকারি সাঈদ আলতাফুন্নেছা ডিগ্রী কলেজ ও বিভিন্ন এনজিও প্রতিষ্ঠান পুষ্পস্তবক অর্পণ করেন।
লাকসাম (কুমিলস্না) প্রতিনিধি জানান, লাকসাম উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেন করেন- ইউএনও মো. কাউছার হামিদ, সহকারী কমিশনার (ভূমি) সিফাতুন নাহার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাজিয়া বিনতে আলম, কৃষি কর্মকর্তা আল আমিন এবং যুব উন্নয়ন কর্মকর্তাসহ সরকারি সকল দপ্তরের কর্মকর্তাগণ।
এদিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন শিক্ষার্থীদের চিত্রাঙ্কন প্রতিযোগিতাসহ বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করেছে। অনুষ্ঠান শেষে প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হয়।
নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি জানান, নাটোরের নলডাঙ্গা উপজেলায় মহান শহীদ দিবস ও আন্তজাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। শুক্রবার রাত ১২ টা ১ মিনিটে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। সকালে উপজেলা পরিষদ হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইউএনও রেদুয়ানুল হালিমের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী ভুমি কমিশনার ও নলডাঙ্গা পৌর প্রশাসক আশিকুর রহমান,নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান,উপজেলা কৃষি কর্মকর্তা কিশোয়ার হোসেন,উপজেলা জামায়াত ইসলামীর সেক্রেটারী ফজলার রহমান, লতাপাতা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হেলাল উদ্দিন প্রমুখ।
ধনবাড়ী (টাঙ্গাইল) প্রতিনিধি জানান, টাঙ্গাইলের ধনবাড়ীতে উপজেলা পরিষদ কেন্দ্রীয় শহীদ মিনারের বেদীতে পুস্পস্তবক অর্পণের মধ্যদিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। এসময় ধনবাড়ী ইউএনও আবু সাঈদ, উপজেলা সহকারী কমিশনার ভূমি সায়েম ইমরান, থানার ওসি এস এম শহিদুলস্নাহ, ধনবাড়ী প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম স্বপন, সাধারণ সম্পাদক সাংবাদিক হাফিজুর রহমান, সহ সভাপতি সৈয়দ সাজন আহমেদ, দপ্তর সম্পাদক হাবিবুর রহমান, সাংবাদিক শহিদুল ইসলাম, পলাশ ইসলাম, জাহিদুল ইসলাম,কবীর হোসেনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি জানান, দিনাজপুরের ফুলবাড়ীতে ইউএনও মীর মো. আল কামাহ তমালের নেতৃত্বে পুষ্পার্পন করেন সহকারী কমিশনার ভূমি ও পৌর প্রশাসক মুহাম্মদ জাফর আরিফ চৌধুরী, ফুলবাড়ী থানার ওসি একেএম খন্দকার মহিব্বুল, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও সহসভাপতি নজমুল হক নাজিম, আব্দুল মজিদ মন্ডল, পৌর বিএনপি সভাপতি আবুল বাশার ও সহসভাপতি খন্দকার আলাউদ্দিন প্রমুখ।
পোরশা (নওগাঁ) প্রতিনিধি জানান, নওগাঁর পোরশায় নিতপুরে অবস্থিত শহিদ মিনারে পুস্পস্তবক অর্পন করা হয়। এতে নেতৃত্বদেন ইউএনও আরিফ আদনান। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা মামুনুর রশিদ, থানার ওসি শাহীন রেজা, শিক্ষা কর্মকর্তা সাজ্জাদ হোসেন, ইউআরসি ইন্সিট্রাক্টর আশরাফুল আলম, জনস্বাস্থ্য কর্মকর্তা আল হামিম, মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক শরিফুল ইসলামসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাজিতপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি জানান, সারাদেশের ন্যায় বাজিতপুর, কুলিয়ারচর ও নিকলীতে বিএনপি, যুবদল, ছাত্রদল, কৃষকদল ও স্বেচ্ছাসেবক দল আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শহীদ মিনারে পুষ্পস্তপক অর্পণ করেন। এছাড়া এসব উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও প্রিয় সংগঠনের লোকজন বই মেলার আয়োজন করেন। এরই ধারাবাহিকতায় বাজিতপুর বাল্কহেড সমবায় সমিতির উদ্যোগে শহীদ মিনারে পুষ্পস্তপক অর্পন করেন। এ সময় উপস্থিত ছিলেন উত্তর পূর্বাঞ্চলীয় বাল্কহেডের নেতা ভারপ্রাপ্ত অধ্যক্ষ তফাজ্জল হোসেন বাদল, উপদেষ্টা- আবু বক্কর সিদ্দিক উরফে ডালহৌসী, বাজিতপুর বাল্কহেড সমবায় সমিতির সভাপতি- জহিরুল ইসলাম জহির প্রমুখ।
রাজস্থলী (রাঙামাটি) প্রতিনিধি জানান, রাজস্থলী কেন্দ্রীয় শহীদ মিনারে- উপজেলা প্রশাসন, রাজস্থলী থানা, বিএনপি ও সহযোগী সংগঠন, রাজস্থলী প্রেস ক্লাব, সাংস্কৃতিক সংগঠন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, এনজিও- উপজেলা শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করেন। এ সময় ইউএনও সজীব কান্তি রুদ্র, রাজস্থলী সার্কেল সহকারি পুলিশ সুপার বেলায়েত হোসেন, থানা অফিসার্স ইনচার্জ (ওসি) ইকবাল বাহার চৌধুরী, উপজেলা বিএনপির সভাপতি মাষ্টার খলিলুর রহমান শেখ,সাধারণ সম্পাদক মঞো মেম্বার উপস্থিত ছিলেন।
শান্তিগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি জানান, শান্তিগঞ্জ প্রেস ক্লাবের পক্ষে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন শান্তিগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি কাজী মোহাম্মদ জমিরুল ইসলাম মমতাজ, সাধারণ সম্পাদক সোহেল তালুকদার, অর্থ সম্পাদক ইয়াকুব শাহরিয়ার, প্রেসক্লাবের ভূমিদাতা পরিবারের সদস্য দোলন কুমার দাস তালুকদার, ক্লাবের কার্যকরী কমিটির সদস্য আলাল হোসেন, কুহিনূর রহমান নাহিদ, নোহান আরেফিন নেওয়াজ, সদস্য মামুন আহমেদ, ৪র্থ শ্রেণীর শিক্ষার্থী ফারিহা জান্নাত স্নেহা ও ১ম শ্রেণীর শিক্ষার্থী তাসনিয়া আনজুম নাফিসা প্রমুখ।
শিবপুর ( নরসিংদী) প্রতিনিধি জানান, নরসিংদীর শিবপুরে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন ইউএনও ফারজানা ইয়াসমিন, এসিল্যান্ড ও শিবপুর পৌর প্রশাসক আবদুর রহিম, সাবেক উপজেলা চেয়ারম্যান আরিফ উল ইসলাম মৃধা, ওসি আফজাল হোসেন, উপজেলা বিএনপি সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল হারিছ রিকাবদার, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু ছালেক রিকাবদার, শিবপুর প্রেস ক্লাবের সভাপতি এস এম খোরশেদ আলম, উপজেলা যুবদলের আহবায়ক শফিকুল ইসলাম মৃধা ও সদস্য সচিব আপেল মাহমুদ সুমন প্রমুখ।
শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি জানান, শেরপুরের শ্রীবরদীতে ইউএনও শেখ জাবের আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। উপজেলা একাডেমিক সুপারভাইজার মোশারফ হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) নাহিদুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রহিম দুলাল, উপজেলা জামায়াতের আমির আজহারুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রহুল আলম তালুকদার, শ্রীবরদী সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুর রহমান।
তিতাস (কুমিলস্না) প্রতিনিধি জানান, কুমিলস্নার তিতাসে ইউএনও সুমাইয়া মমিনের নেতৃত্বে উপজেলা প্রশাসন ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, ওসি মামুনুর রশীদের নেতৃত্বে তিতাস থানা প্রশাসন, আক্তারুজ্জামান সরকারের নেতৃত্বে কুমিলস্না (উত্তর) জেলা বিএনপি, ওসমান গণির ভূঁইয়ার নেতৃত্বে উপজেলা বিএনপি, মশিউর রহমানের নেতৃত্বে গণ অধিকার পরিষদসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের নেতৃত্বে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
আলোচনা সভায় ইউএনও সুমাইয়া মমিনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন এসিল্যান্ড (ভূমি) মিলন চাকমা, টিএস ডা. সরফরাজ হোসেন খান, ওসি মামুনুর রশীদ, উপজেলা বিএনপির আহ্বায়ক ওসমান গণি ভূঁইয়া, সদস্য সচিব মেহেদী হাসান সেলিম, কুমিলস্না (উত্তর) জেলা মহিলা দলের ভারপ্রাপ্ত সম্পাদক রুবি ইসলাম, উপজেলা জামায়াতের আমীর ইঞ্জি. শামীম সরকার, সাধারণ সম্পাদক সালাউদ্দিন সরকার, রাজনীতি বিষয়ক সম্পাদক ছবির হোসেন প্রমুখ।
রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি জাননা, কুড়িগ্রামের রাজারহাটে উপজেলা অফিসার্স ক্লাবে ইউএনও আল ইমানের সভাপতিত্বে ও উপজেলা সমাজ সেবা অফিসার মশিউর রহমানের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন- উপজেলা বিএনপি'র সাবেক সভাপতি আনিছুর রহমান, থানার অফিসার ইনচার্জ তছলিম উদ্দিন, উপজেলা জামায়াতের আমীর মাওলানা কফিল উদ্দিন, প্রেস ক্লাবের সভাপতি আব্দুল কুদ্দুস, কথা সাহিত্যিক সরকার অরুন যদু, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রব ও আনিছুর রহমান লিটন।
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি জানান, বগুড়ার নন্দীগ্রামে ইউএনও লায়লা আঞ্জুমান বানু্থর সভাপতিত্বে এবং উপজেলা কৃষি অফিসার গাজিউল হকের সঞ্চালনায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভুমি) রোহান সরকার, উপজেলা প্রাণিসম্পদ অফিসার কল্পনা রানী রায়, নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম, প্রাথমিক শিক্ষা অফিসার এস, এম সারোয়ার জাহান, উপজেলা সমাজসেবা অফিসার গোলাম মোস্তফা, নন্দীগ্রাম উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মো. ফজলুর রহমান, সাধারণ সম্পাদক আক্তার হোসেন দুলাল, দপ্তর সম্পাদক আব্দুল হাকিম, নন্দীগ্রাম মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রভাষক জাকারিয়া লিটন, যুগ্ম-সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুর রউফ উজ্জল প্রমুখ।