বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২

শ্রীপুরে বাস-মাইক্রোবাস সংঘর্ষ প্রাণ গেলে অটো চালকের

শ্রীপুর ও কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
  ২২ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
শ্রীপুরে বাস-মাইক্রোবাস সংঘর্ষ প্রাণ গেলে অটো চালকের
কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ২

গাজীপুরের শ্রীপুরে বাস ও মাইক্রোবাসের চাপায় পড়ে সুজন মিয়া নামের এক অটোরিকশা চালকের মৃতু্য হয়েছে। শুক্রবার দুপুরের দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গড়গড়িয়ার বেরাইদেরচালা এলাকায় হাজী পাম্পের সামনে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত সুজন মিয়া (৩০) ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ থানার শ্রীরামপুর গ্রামের মৃত ইয়াকুব আলীর ছেলে। তিনি শ্রীপুরের বকুল তলা এলাকায় পরিবারসহ ভাড়ায় থেকে অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।

জানা যায়, শুক্রবার দুপুরের দিকে যাত্রী আনার জন্য মহাসড়ক দিয়ে নিজের অটোরিকশা নিয়ে মাস্টারবাড়ির দিকে যাচ্ছিলেন সুজন মিয়া। সড়কের হাজী পাম্প এলাকায় পৌঁছাতেই ঢাকাগামী তাকওয়া পরিবহনের একটি বাসের সামনে পড়ে যান তিনি। একই সময়ে একটি মাইক্রোবাস ওই পাম্প থেকে গ্যাস নিয়ে মহাসড়কে উঠছিল। এসময় বাস ও মাইক্রোবাসের চাপায় পড়ে যায় সুজনের অটোরিকশাটি। এতে বাসের ধাক্কায় মাথায় গুরুতর আঘাত পেয়ে সড়কে পড়ে যান সুজন। পরে মাইক্রোবাস তাকে চাপা দিলে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্স নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সের জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক রোকসানা বলেন, মৃত অবস্থায় হাসপাতালে আনা হয় সুজন মিয়াকে।

মাওনা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) রফিক মিয়া বলেন, খবর পেয়ে হাসপাতাল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। এছাড়াও ঘটনাস্থল থেকে অটোরিকশাটি থানা হেফাজতে নেওয়া হয়েছে। নিহতের স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে এ ঘটনায় পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি জানান, গাজীপুরের কালিয়াকৈরে কনসার্ট দেখে বাড়ি ফেরার পথে কুটামনি এলাকায় সড়ক দুর্ঘটনায় এক বন্ধু নিহতসহ অপর দুই বন্ধ গুরুতর আহতের ঘটনা ঘটেছে। নিহত হলেন- কালিয়াকৈর উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের নাবিরবহ এলাকার ছানোয়ার হোসেনের ছেলে সাহেদ (২৪)।

জানা গেছে, কালিয়াকৈর উপজেলার বড়ইবাড়ি এলাকায় বৃহস্পতিবার বড়ইবাড়ি একেইউ ইনস্টিটিউট স্কুল এন্ড কলেজ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। পুরস্কার বিতরণের পর ওই প্রতিষ্ঠানের উদ্যোগে সন্ধ্যায় কনসার্ট অনুষ্ঠিত হয়েছে। ওই কনসার্ট দেখে সাহেদ ও তার অপর বন্ধু হিমেল ও কাওসার মোটরসাইকেল যোগে বাড়িতে ফিরছিলেন। ফেরার পথে রাতে সফিপুর-পাইকপাড়া আঞ্চলিক সড়কের বড়ইবাড়ি কুটামনি এলাকায় পৌঁছলে তাদের মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারায়। পরে সড়কের পাশে একটি বৈদু্যতিক খুঁটিতে লেগে মোটর সাইকেলটি দুমড়ে মুচড়ে যায় এবং তারা তিন বন্ধু ছিটকে পড়ে। এ দুর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে ফজিলাতুন্নেছা কেপিজি মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় এলাকাবাসী। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাদের এক বন্ধু সাহেদ মারা যান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে