বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২

এনএসইউতে 'ভাষা আন্দোলন ও বাংলাদেশের অভু্যদয়' শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

  ২১ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
এনএসইউতে 'ভাষা আন্দোলন ও বাংলাদেশের অভু্যদয়' শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত
এনএসইউতে 'ভাষা আন্দোলন ও বাংলাদেশের অভু্যদয়' শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) মুক্তিযুদ্ধ গবেষণা কেদ্র ও ইতিহাস ও দর্শন বিভাগ ১৯ ফেব্রম্নয়ারি, ২০২৫ (বুধবার) 'ভাষা আন্দোলন ও বাংলাদেশের অভু্যদয়: স্মৃতিকথা ও আত্মজীবনীর আলোকে' শীর্ষক একটি আলোচনা সভার আয়োজন করে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নর্থ সাউথ ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী, মুখ্য আলোচক দৈনিক যুগান্তরের সম্পাদক কবি আবদুল হাই শিকদার। আলোচনা সভায় প্রবন্ধ উপস্থাপন করেন ইতিহাস ও দর্শন বিভাগের সহকারী অধ্যাপক ড. ছালেহ শাহরিয়ার।

আলোচনার শুরুতে স্বাগত বক্তব্যে মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক রিজওয়ানুল ইসলাম বলেন, "বাঙালির জাতিসত্তার বিকাশে ১৯৫২ সালের ভাষা আন্দোলন ছিল এক ঐতিহাসিক সূচনা। এই চেতনাই পরবর্তী সময়ে বাংলাদেশের অভু্যদয়ের ভিত্তি স্থাপন করে। সম্প্রতি ঘটে যাওয়া ২০২৪ সালের গণঅভু্যত্থানেও আমরা সেই একই চেতনার প্রতিফলন দেখতে পেয়েছি।"

মূল প্রবন্ধে ড. ছালেহ শাহরিয়ার ইতিহাসের ভিন্নধর্মী বিশ্লেষণ তুলে ধরে বলেন, "আমার বক্তব্যে আমি ইতিহাসের রেখাগত ধারার পাশাপাশি স্মৃতি অধ্যয়ন ও বহুপাক্ষিক বর্ণনার উপর ভিত্তি করে নতুন একটি চিন্তাধারা উপস্থাপন করতে চেয়েছি।"

সভাপতির বক্তব্যে উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী বলেন, "ভাষা আন্দোলন ও বাংলাদেশের অভু্যদয়ের মতো ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো নিয়ে আজকের আলোচনায় আমরা মূল্যবান অনেক তথ্য ও ধারণা পেয়েছি, যা শিক্ষার্থীদের ইতিহাসচর্চায় উদ্বুদ্ধ করবে।"

অনুষ্ঠানের শেষ পর্বে এনএসইউ'র কোষাধ্যক্ষ ও উপ-উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক আবদুর রব খান অতিথিদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আলোচনা সভার সমাপ্তি ঘোষণা করেন। বিজ্ঞপ্তি

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে