ওপেন হাউস ডে
ম স্টাফ রিপোর্টার, নেত্রকোনা
নেত্রকোনার আটপাড়া থানা পুলিশের উদ্যোগে বুধবার থানা প্রাঙ্গনে ওপেন হাউস ডে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ। সহকারী পুলিশ সুপার কেন্দুয়া সার্কেল গোলাম মোস্তফার সভাপতিত্বে এবং আটপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফউজ্জামানের সঞ্চালনায় ওপেন হা্উজ ডে উপলক্ষে পারস্পরিক মতবিনিময় সভায় ইভটিজিং, নারী নির্যাতন, সন্ত্রাস, মাদক, কিশোর গ্যাং, জুয়া, চুরি ইত্যাদি অপরাধ রোধ এবং পুলিশের বিভিন্ন সেবা বিষয়ে উন্মুক্ত আলোচনা হয়। সভায় জনপ্রতিনিধি, কমিউনিটি পুলিশিং কমিটির উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
শিক্ষাপদক প্রতিযোগিতা
ম গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালীর গলাচিপায় জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পর্যায়ে প্রাথমিক শিক্ষার্থীদের নিয়ে ক্রীড়া, সাংস্কৃতিক, বিষয় ভিত্তিক কুইজ ও কাবিং প্রতিযোগিতার আয়োজন করা হয়। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে বৃহস্পতিবার সরকারি কলেজ খেলার মাঠে ক্রীড়া প্রতিযোগিতা এবং দুপুরে উপজেলা অফিসার্স ক্লাবে সাংস্কৃতিক, বিষয় ভিত্তিক কুইজ ও কাবিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ইউএনও মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার গোলাম সগীর, ইন্সট্রাক্টর ইউআরসি মাহবুব আলম সিকদার, সহকারী শিক্ষা অফিসার মিজানুর রহমান, দীপশিখা জয়ন্তী, কামাল হোসেন, মজনু মোলস্না, রফিকুল ইসলাম ও রিপন কুমার দাস প্রমুখ।
নেটওয়ার্কিং সভা
ম মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি
বেসরকারি উন্নয়ন সংস্থা কারিতাসের সিপিপি পিএইপি-২ প্রকল্পের আওয়ায় খাগড়াছড়ির মানিকছড়িতে উপজেলা পর্যায়ে অ্যাডভোকেসি এন্ড নেটওয়ার্কিং ফোরামের সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার কারিতাসের উপজেলা অফিস কক্ষে মাঠ কর্মকর্তা সাধন কৃষ্ণ চাকমার সঞ্চালনায় ও মংথুশে মারমার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সংস্থার বিভিন্ন সেবামূলক কার্যক্রম তুলে ধরে বক্তব্য রাখেন ফোরামের সংশ্লিষ্ট দায়িত্বশীলরা। এছাড়াও উপজেলা গ্রাম ডাক্তার কল্যাণ সোসাইটির সভাপতি অমর কান্তি দত্ত, মানিকছড়ি প্রেস ক্লাবের যুগাম সাধারণ সম্পাদক চিংওয়ামং মারমা মিন্টু ও সাংবাদিক মো. রবিউল হোসেন বক্তব্য রাখেন।
সভায় উপজেলা ফোরাম, কমিউনিটি কৃষি শিক্ষা কেন্দ্র, ইউনিয়ন ফোরামের সদস্য, এনজিও প্রতিনিধি, ক্রীড়া সংস্থার প্রতিনিধি, হেডম্যান, কার্বারী ও সুশীল সমাজের প্রতিনিধিসহ উপকার ভোগীরা উপস্থিত ছিলেন।
আনন্দ মিছিল
ম মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার সেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির পক্ষ থেকে অভিনন্দন শুভেচ্ছা জানিয়ে আনন্দ মিছিল করেছে। বৃহস্পতিবার উপজেলার সাবেক বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল কাইয়ুম মজনু তালুকদারের অফিস থেকে মিছিল বের হয়। এ সময় বক্তব্য রাখেন মধ্যনগর উপজেলার ছাত্র দলের সদস্য সচিব মোছাব্বির তালুকদার, উপজেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক রোকন উদ্দিন। এছাড়াও উপস্থিত ছিলেন সাবেক সেচ্ছাসেবক দলের সভাপতি সুজন মিয়া, সেচ্ছাসেবক দলের সদস্য সচিব সাইদুর রহমান সেফুল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাজমুল হাসান মাহবুব, ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক বাপ্পি হাসান, মেহেদী হাসান, মাসুম মিয়া, শাকিল হাসান, আরিফ মিয়া, শিপলু প্রমুখ।
পুরস্কার বিতরণ
ম ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি
কুষ্টিয়ার ভেড়ামারার গোল্ডেন স্টার চাইল্ড হোম স্কুলে বৃহস্পতিবার বার্ষিক ক্রীড়া সাংস্কৃতিক ও মেধাভিত্তিক পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন চাইল্ড হোমের পরিচালক আমিনা খাতুন। প্রধান অতিথি ছিলেন সাথী গ্রম্নপের চেয়ারম্যান ও প্রতিণ্ঠানের উপদেষ্টা আনোয়ার হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভেড়ামারা সরকারি কলেজের ক্রীড়া বিভাগের প্রধান জাহাঙ্গীর হোসেন জুয়েল ও গোল্ডেন ষ্টার চাইল্ড হোম স্কুলের প্রধান শিক্ষক শাহিনা আক্তার। বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক ও মেধাভিত্তিক প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার প্রদান করেন।
বিদায় অনুষ্ঠান
ম আত্রাই (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর আত্রাইয়ে হাটকালুপাড়া দাখিল মাদ্রাসার আয়োজনে গত বুধবার মাদ্রাসার হলরুমে দাখিল পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত হয়েছে। মাদ্রাসার সুপার আবুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা একাডেমিক সুপার ভাইজার প্রদীপ কুমার সরকার। উপস্থিত ছিলেন চকশিমলা দাখিল মাদ্রাসার সুপার মোফাজ্জল হোসেন, হাটকালুপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক খাজা নিজাম উদ্দিন, সাবেক সুপার জারজিজার আলম, হাটকালুপাড়া গ্রামের আবুল কালাম, বিদায়ী ছাত্রছাত্রী, প্রতিষ্ঠানের সহকারী সুপার জনাব আলী, সহকারি শিক্ষক শিক্ষক আজাহার, মিঠু আক্তার প্রমুখ।
মনিটরিং সভা
ম স্টাফ রিপোর্টার, সুনামগঞ্জ
সুনামগঞ্জে হাওঢ়ের ফসলরক্ষা বাধ নির্মাণে গঠিত 'কাবিটা স্কিম প্রণয়ন ও বাস্তবায়ন ও মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় দ্রম্নত হাওড়ের ফসলরক্ষা বাঁধের কাজ শেষ করার দাবি জানান।
সুনামগঞ্জ জেলা প্রশাসক প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়ার সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য রাখেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার। অন্যদের মধ্যে বক্তব্য দেন তাহিরপুর ইউএনও আবুল হাসেম, ছাতক ইউএনও তরিকুল ইসলাম, শালস্না ইউএনও পিয়াস চন্দ্র দাস, ধর্মপাশা ইউএনও জনি রায়, জেলা বিএনপির সদস্য ও পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মলিস্নক মঈনুদ্দিন সোহেল, জেলা জামায়াতের আমির তোফায়েল আহমেদ খান প্রমুখ।
সভায় বাঁধ নির্মাণে বিদ্যমান সমস্যা ও সংকটের কথা তুলে ধরেন পাউবোর নির্বাহী প্রকৌশলী। তবে মাটির কাজ প্রায় শেষ হয়েছে এবং দুর্বাঘাস ও দুর্মুজকরণের কাজও শুরু হয়েছে বলে জানান তিনি।
এডহক কমিটি
ম পাবনা প্রতিনিধি
পাবনার চাটমোহর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটির সভাপতি অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা। গত ১৭ ফেব্রম্নয়ারি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড, রাজশাহীর বিদ্যালয় পরিদর্শক জিয়াউল হক স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। বুধবার অনুমোদনের কাগজ হাতে পাওয়ার পর জানতে পারেন অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা।
চার সদস্য বিশিষ্ট এডহক কমিটি হলো-সভাপতি অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা, সদস্য সচিব (পদাধিকার বলে) প্রধান শিক্ষক আর কে এম আব্দুর রব মিঞা, অভিভাবক সদস্য মওলা বক্স ও শিক্ষক প্রতিনিধি সদস্য আলতাব হোসেন।
বিদায় অনুষ্ঠান
ম রাজিবপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি
কুড়িগ্রামে রাজিবপুর সবুজবাগ দাখিল মাদ্রাসার আয়োজনে ২০২৫ খ্রিস্টাব্দের দাখিল ও এস এস-সি ভোকেশনাল পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে মাদ্রাসা প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। মাদ্রাসার সুপার শামছুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চর রাজিবপুর ইউএনও তানভীর আহমেদ। বিশেষ অতিথি ছিলেন চর রাজিবপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) জাহাঙ্গীর আলম বাবু, নয়াচর ফাজিল মাদ্রাসার সহকারি অধ্যাপক আবুল বাশার মো. আ. লতিফ, উপজেলা একাডেমিক সুপারভাইজার গোলাম কিবরিয়া।
প্রশিক্ষণ সমাপনী
ম শালিখা (মাগুরা) প্রতিনিধি
মাগুরা শালিখায় বিআরডিবি'র আয়োজনে, দরিদ্র মহিলাদের জন্য সমম্বিত পলস্নী কর্মসংস্থান সহায়তা প্রকল্প (ইরেসপো) -২য় পর্যায় ৩ দিন রময়াদী আয়বর্ধনমূলক প্রশিক্ষণ বিষয়: বস্তায় আদা চাষ পদ্ধতি শেষ হয়েছে বৃহস্পতিবার। ইরেসপো প্রশিক্ষণ হলে অনুষ্ঠিত প্রশিক্ষণে ট্রেইনার ছিলেন বিআরডিবি ঢাকার প্রকল্প পরিচালক রাশেদুল আলম, ইউএনও বনি আমিন, বিআরডিবি মাগুরার উপপরিচালক আরিফুল ইসলাম, বিআরডিবি ঢাকা সদর দপ্তরের মনিটরিং কর্মকর্তা শামিমা আক্তার, আরডিও অঞ্জনা রানী ঘোষ, এআডিও ইরেসপো আব্দুল হাকিম, শালিখা থানার ওসি ওলি মিয়া, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আলমগীর হোসেন প্রমুখ।
মতবিনিময় সভা
ম নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি
শেরপুরের নালিতাবাড়ীতে গ্রাম আদালত বিষয়ক কমিউনিটি মতবিনিময় সভা ও সচেতনতা মূলক ভিডিও চিত্র প্রদর্শন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সরকার বিভাগ ও সহযোগী উন্নয়ন সংস্থা ইএসডিও'র আয়োজনে ইউরোপিয়ান ইউনিয়ন ও বাংলাদেশের অর্থায়নে গ্রাম আদালত পরিচালিত অল্প সময়ে স্বল্প খরচে সঠিক বিচার পেতে বৃহস্পতিবার দুপুরে উপজেলার নালিতাবাড়ী ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ মতবিনিময় সভা ও ভিডিও চিত্র প্রদর্শিত অনুষ্ঠিত হয়। সভায় নালিতাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদের সভাপতিত্বে বক্তব্য রাখেন ইউপি সদস্য আবুজাফর বাবু। গ্রাম আদালত কোঅর্ডিনেটর কে এম জাকারিয়া প্রকল্পের বিভিন্ন কার্যক্রম জনসচেতনতা লক্ষে তুলে ধরেন।
সভা অনুষ্ঠিত
ম নকলা (শেরপুর) প্রতিনিধি
শেরপুরের নকলায় গ্রাম আদলত বিষয়ক কমিউনিটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্পের আওতায় উপজেলার বানেশ্বর্দী ইউনিয়ন পরিষদ সভাকক্ষে এ মতিবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় বানেশ্বর্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাজহারুল আনোয়ার মহব্বতের সভাপতিত্বে গ্রাম আদালত ব্যবস্থাপনার মূল প্রবন্ধ পাঠ করেন গ্রাম আদালত প্রকল্পের উপজেলা কো-অর্ডিনেটর বিপস্নব হোসেন। এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, গন্যমান্য ও রাজনৈতিক ব্যক্তিবর্গসহ যায়যায়দিনের সাংবাদিক শফিউল আলম লাভলু উপস্থিত ছিলেন।
রোভার অভিষেক
ম নওগাঁ প্রতিনিধি
বাংলাদেশ স্কাউটস নওগাঁ জেলা রোভারের নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আব্দুল আউয়াল। নওগাঁ সরকারি কলেজের অধ্যক্ষ সামসুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সাদিয়া আফরিন, জেলা রোভারের নব-নির্বাচিত কমিশনার নাসিম আলম, সম্পাদক মোশারফ হোসেন, যুগ্ম সম্পাদক মাহফুজুর রহমানসহ জেলা রোভারের নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে নওগাঁর জেলা প্রশাসক আব্দুল আউয়াল বলেন, জুলাই অভু্যত্থান পরবর্তী সময়ে সড়কে শৃঙ্খলা ফেরানোসহ বিভিন্ন সেবামূলক কর্মকান্ডে রোভার ও স্কাউট সদস্যদের ভূমিকা ছিলো চোখে পড়ার মতো। আগামী নির্বাচনের চ্যালেঞ্জ মোকাবিলায় এই প্রজন্মকে কাজে লাগাতে হবে। সাম্যতার বাংলাদেশ প্রতিষ্ঠায় রোভারের অংশগ্রহণ অতি প্রয়োজনীয়। পরে নব নির্বাচিত কমিটিকে ফুলেল শুভেচ্ছা জানান জেলা প্রশাসক।
ব্র্যাকের সভা
ম পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি
পত্নীতলায় বেসরকারী এনজিও সংস্থ্যা ব্র্যাক ওয়াশ কর্মসূচি কর্তৃক আয়োজিত 'ইনক্রিজ এ্যাকসেস টু ইমপ্রুভড ওয়াটার, স্যানিটেশন এন্ড হাইজিন সার্ভিসেস ইন স্কুলস্ অ্যাক্রোস বাংলাদেশ' শীর্ষক প্রকল্পের আওতায় ব্র্যাক পত্নীতলা অফিসের সভা কক্ষে বৃহস্পতিবার উপজেলা ইনসেপশন সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ব্র্যাকের ডেপুটি ম্যানেজার (টেকনিক্যাল) হাবিবুর রহমানের সঞ্চালনায় সভাপতি ও প্রধান অতিথি ছিলেন ইউএনও আলীমুজ্জামান মিলন। উপস্থিত ছিলেন এসিল্যান্ড আজিজুল কবির, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এটিএম জিলস্নুর রহমান, সমাজসেবা অফিসার ফিরোজ আল মামুন, মহিলা বিষয়ক কর্মকর্তা মনোরঞ্জন পাল, উপ-সহকারী প্রকৌশলী সন্তোষ কুমার কুন্ডু এবং একাডেমিক সুপারভাইজার মুরশিদুল আলম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ব্র্যাক জেলা সমন্বয়ক স্বপন কুমার মিস্ত্রি, ব্র্যাক জেলা ব্যাবস্থাপক নাফিজ ওয়াই জুন, ডেপুটি ম্যানেজার টেকনিক্যাল হাবিবুর রহমান হাবিব, টেকনিক্যাল অফিসার আসিব বিশ্বাস, প্রোগ্রাম অর্গানাইজার আহসান হাবীব প্রমুখ।
প্রতিযোগিতা অনুষ্ঠিত
ম তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি
কিশোরগঞ্জের তাড়াইলে দিগদাইড় ইউনিয়ন মডেল হাই স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার এ ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সকালে ক্রীড়া প্রতিযোগিতার প্রধান অতিথি তাড়াইল উপজেলা নির্বাহী অফিসার আবু বক্কর সিদ্দিকী উদ্বোধন করেন। ক্রীড়া প্রতিযোগিতায় প্রায় ১৮টি ইভেন্টে ১০০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। দীর্ঘ প্রায় ছয় বছর পর এ বিদ্যালয়ে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। করুনাসহ এলাকায় বিভিন্ন বিশৃঙ্খলার জন্য এ ক্রীড়া প্রতিযোগিতা বিগত ৬ বছর অনুষ্ঠিত হয়নি। ক্রীড়া শিক্ষক আব্দুল কাইয়ুম ভূইয়া বলেন, 'আমরা দীর্ঘ প্রায় এক মাস অনুশীলন করেছি। তার ফসল আজকে পাচ্ছি। প্রতি বছর এ ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন করা হলে শিক্ষার্থীরা আরও ভালো করবে।'
ক্রীড়া প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন বিশেষ অতিথি একাডেমিক সুপারভাইজার রিফাত শারমিন, প্রধান শিক্ষক মো: নজরুল ইসলাম, ধারাভাস্যকার নয়ন দেব, সাংবাদিক প্রমুখ।
পুরস্কার বিতরণ
ম হরিণাকুন্ডু (ঝিনাইদহ) প্রতিনিধি
ঝিনাইদহের হরিণাকুন্ডু সরকারি লালন শাহ কলেজের আয়োজনে বার্ষিক ক্রীড়া, সাহিত্য-সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পিঠা উৎসব ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল দশটায় কলেজ মাঠে অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি লালন শাহ কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) শরিফুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন আহবায়ক বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার মহব্বত আলী, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান নজরুল ইসলাম, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের বিভাগীয় প্রধান ড. আব্দুর রকিব। সভাপতিত্ব করেন বার্ষিক সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার আহ্বায়ক আশিকুর রহমান। হরিণাকুন্ডু প্রেস ক্লাবের সভাপতি আব্দুস সামাদ, সাধারণ সম্পাদক নাজমুল হুদা রিপন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল ইসলামসহ শিক্ষক কর্মচারী ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন।
সমন্বয় সভা
ম মোলস্নাহাট (বাগেরহাট) প্রতিনিধি
বাগেরহাটের মোলস্নাহাট উপজেলা প্রাথমিক শিক্ষা বিষয়ক মাসিক সমন্বয় সভা ও অবসরপ্রাপ্ত দুই শিক্ষকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে বৃহস্পতিবার গাড়ফা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ সমন্বয় সভা ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাসরিন আক্তার। প্রধান শিক্ষক সুচিত্রা ভক্ত ও সহকারী শিক্ষক এস.এম. মাসুদুল হক বাবুলকে অবসরজনিত বিদায় সংবর্ধনা প্রদান করা হয়।
উপজেলা শিক্ষা কর্মকর্তা শিকদার আতিকুর রহমান জুয়েলের সভাপতিত্বে উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন ইউআরসি ইন্সট্রাক্টর রনজিৎ কুমার মিস্ত্রী, সহকারী শিক্ষা কর্মকর্তা নুর মোহাম্মদ খান, ললন কুমার মন্ডল, রত্না দেবনাথ, দিপঙ্কর বালা ও সমীরোন বিশ্বাস প্রমুখ।