সিংড়ায় টাকার জন্য বাবাকে গুলি, ছেলে কারাগারে
প্রকাশ | ২১ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
নাটোর প্রতিনিধি
নাটোরের সিংড়ায় চাহিদা মোতাবেক টাকা না দেওয়ায় বাবা ওসমান গনি বাবুকে (৫২) হত্যার উদ্দেশে গুলি করেন ছেলে আসাদুজ্জামান বল্টু (২২)। এ ঘটনায় অভিযুক্ত বল্টুকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার আদালতে ১৬৪ ধারার স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন তিনি।
জানা যায়, গত শনিবার ভোরে ওসমান গনি বাবু উপজেলার চৌগ্রাম ইউনিয়নের পারুহারপাড়া মসজিদে ফজরের নামাজ পড়তে যান। মসজিদের সিঁড়িতে উঠতেই কে বা কারা তার পেছন থেকে গুলি করে। এতে তিনি গুরুতর আহত হলে স্বজনরা প্রথমে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। পুলিশ তদন্তের পর মঙ্গলবার তার ছেলে আসাদুজ্জামান বল্টুকে আটক করে। পুলিশি জিজ্ঞাসাবাদে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে গুলির দায় স্বীকার করেন বল্টু। এরপর পুলিশ তাকে গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতে পাঠায়। সিংড়া থানার ওসি আসমাউল হক বিষয়টি নিশ্চিত করেছেন।