আশুলিয়ায় শ্রমিক নেতাদের ওপর হামলা, আটক ৩
প্রকাশ | ২১ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি
আশুলিয়ায় শ্রমিকদের বকেয়া বেতন চাওয়ায় কারাখানায় ডেকে নিয়ে ৩ জন শ্রমিক নেতাকে আটকে রেখে মারধর করার অভিযোগ পাওয়া গেছে কারখানার কর্মকর্তাদের বিরুদ্ধে। এসময় শ্রমিকদেরও মারধরের অভিযোগ পাওয়া যায়।
পরে সেনাবাহিনী খবর পেয়ে ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে এবং এঘটনায় ৩ জনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে। আহত ৩ শ্রমিক নেতাকে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে পাঠানো হয়। বৃহস্পতিবার সকালে আটকের বিষয়টি নিশ্চিত করেন আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) সাইফুলস্নাহ আকন্দ। এরআগে রাতে আশুলিয়ার জিরাবো বড় রাঙ্গামাটিয়া এলাকায় পস্নাটিনাম ক্রিয়েশন এন্ড ডিজাইন লিমিটেড নামে একটি কারখানায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- মাদারল্যান্ড গার্মেন্টস ওয়ার্কার ফেডারেশনের সাভার ও আশুলিয়া কমিটির সভাপতি আব্দুলস্নাহ আল মামুন, সাধারণ সম্পাদক নাইম শিকদার ও জাতীয় শ্রমিক জোট বাংলাদেশ আশুলিয়া কমিটির সভাপতি কামরুল ইসলাম মৃধা।
আটককৃতরা হলো, কারখানাটির ডাইরেক্টর আরাফাত জান, পিএম মাসুদ রানা ও এ্যাডমিন ম্যানেজার মঞ্জুরুল ইসলাম।
ভুক্তভোগী শ্রমিক নেতা আব্দুলস্নাহ আল মামুন জানান, পস্নাটিনাম ক্রিয়েশন এন্ড ডিজাইন লিমিটেড কারখানা থেকে ২ মাসের বেতনসহ পাওনাদি না দিয়েই ৪৫ জন শ্রমিক ছাটাই করেন। তারা ফেডারেশনে অভিযোগ করলে সংগঠনের নেতৃবৃন্দ কারখানায় কথা বলে। এরপরে কারখানার কর্তৃপক্ষ তাদের বেতন দেওয়ার কথা বলে ডেকে নেয়। সেখানে তারা যাওয়ার পর মালিকপক্ষের লোকজন তাদের আটকে রেখে মারধর করে। অন্যদিকে ফেডারেশনের নেতাদেরও মারপিট করা হয়। পরে ঘটনাস্থলে সেনাবাহিনী এসে তাদের উদ্ধার করেছে। কারখানাটির চেয়ারম্যান আশরাফ ভূঁইয়া বলেন, 'সাধারণত আমরা রিজাইন স্যালারি ২০ তারিখ দেই। জানুয়ারি মাসের রিজাইন স্যালারি নিতে শ্রমিকদের কারখানায় ডাকা হয়। কারখানায় তারা আসলে জানতে চাই যে, তোমরা কেন চাকরিচু্যত হলে এবিষয়ে আমি দেখব। তখন তারা আমার সঙ্গে ভালো ব্যবহার করে। কিন্তু কেন তারা কারখানা ভাংচুর করলো তা আমার বোধগম্য নয়।'
আশুলিয়া থানার উপ-পরিদর্শক সাইফুলস্নাহ আকন্দ বলেন, '৩ জনকে সেনাবাহিনী আমার কাছে হস্তান্তর করেছে। অভিযোগকারী থানায় অভিযোগ করার পরে মামলা এফআইআর হয়েছে এবং তাদের কোর্টে চালান করা হয়েছে।'