ছাত্রদলের রাজনীতির সঙ্গে জড়িত থাকার কারণ দেখিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নেত্রকোনা জেলা শাখা কমিটির সদস্যপদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন বায়জিদ হাসান ঝলক নামের একজন।
গত বুধবার বিকেলে পদত্যাগের একটি লিখিত স্থানীয় সাংবাদিকদের কাছে তুলে ধরেন। বায়জিদ হাসান ঝলক নেত্রকোনার দুর্গাপুর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের নলুয়াপাড়া এলাকার বাসিন্দা এবং সুসং সরকারি মহাবিদ্যালয়ের কলেজ ছাত্রদলের কর্মী।
বায়জিদ হাসান ঝলক বলেন, 'আমি নেত্রকোনা জেলার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য পদে আছি। ছাত্রদলের রাজনীতির সঙ্গে সরাসরি জড়িত থাকার কারণে আমি এ পদ থেকে অব্যাহতি নিলাম। আমি জেলা আহবায়ক বরাবর লিখিত দিয়েছি।'
উলেস্নখ্য, গত বছরের ৭ নভেম্বর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেত্রকোনা জেলা শাখা কমিটি গঠন করা হয়।