সিলেটে বালুর ট্রাকে ১৯ লাখ টাকার ভারতীয় চিনি, আটক ২

প্রকাশ | ২১ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০

সিলেট অফিস
সিলেটে অভিনব পন্থায় ভারতীয় 'বুঙ্গার' চিনি পাচারের চেষ্টা করছিল চোরাকারবারিরা। পুলিশের চোখ ফাঁকি দিতে ট্রাকে চিনির বস্তা বোঝাই করে উপরে বালু চাপা দিয়েছিল। কিন্তু শেষ রক্ষা হয়নি। ৯০০ টাকার বালুর নিচ থেকে পুলিশ প্রায় ১৯ লাখ টাকার ভারতীয় চিনি জব্দ করেছে শাহপরাণ থানা পুলিশ। গত মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে সিলেট-তামাবিল মহাসড়কের দাসপাড়া এলাকায় অভিযান চালিয়ে চিনির চালানটি জব্দ করে শাহপরাণ থানাপুলিশ। এসময় চোরাকারবারের সঙ্গে জড়িত দুই জনকে আটক করা হয়। সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার, অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, দাসপাড়া এলাকায় চেকপোস্ট বসিয়ে একটি ট্রাক আটক করা হয়। এ সময় বালু চাপা দিয়ে চিনি পাচারের বিষয়টি টের পায় পুলিশ। পরে পুলিশ ৩০ ফুট বালু সরিয়ে ট্রাকের ভেতর থেকে ৩১৯ বস্তা ভারতীয় চিনি জব্দ করে। ৩০ ফুট বালুর মূল্য ৯০০ টাকা এবং জব্দকৃত চিনির মূল্য ১৮ লাখ ৭৫ হাজার ৭২০ টাকা বলে জানিয়েছে পুলিশ। এ সময় চোরাকারবারের সঙ্গে জড়িত দুইজনকে আটক করা হয়। তারা হলেন- কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার চমনাই গ্রামের মো. মানিক আলীর ছেলে হাবিবুর রহমান (২৭) ও একই উপজেলার জয়রামপুরের হাবলু মিয়ার ছেলে জয় হোসেন (২২)। প্রসঙ্গত, সিলেটে এসএমপির তিনটি চোরাচালান রুটের মধ্যে একমাত্র শাহপরাণ থানাধীন দাশপাড়া ও মুরাদপুর বাইপাস সড়কে আসা চোরাচালানের ট্রাক আটক করছে শাহপরাণ থানা পুলিশ। কিন্তু রহস্যজনক কারণে এয়ারপোর্ট ও জালালাবাদ থানাধীন এসএমপি এলাকায় প্রবেশপথের কোনো চোরাচালান আটক হচ্ছে না। এই দুই রুটে প্রতিদিন ৭ থেকে ১০ টা ট্রাক প্রবেশের সঙ্গে পুলিশের এক এসপি জড়িত বলে সূত্র নিশ্চিত করেছে।