দুর্গাপুরে সরকারি কাজে বাঁধা, যুবদল নেতা বহিষ্কার
প্রকাশ | ২১ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি
নেত্রকোনার দুর্গাপুর উপজেলার নেতাই নদীতে ডেজার বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের খবরে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করার সময় বাঁধা ও হামলার চেষ্টা করেছে স্থানীয় প্রভাবশালীরা। গত বুধবার দুপুরে ঘটনাটি ঘটেছে উপজেলার গাঁওকান্দিয়া ইউনিয়নের শ্রীপুর এলাকায়। বাঁধার কাজে ব্যবহার করা হয়েছে দেশীয় ধারালো অস্ত্রসহ লাঠি-সোঁটা। তবে এ ঘটনায় কেউ আহত হয়নি।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, নেতাই নদী থেকে বালু উত্তোলনের খবরে দুপুরে ঘটনাস্থালে গিয়ে অভিযান চালান ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাভিদ রেজওয়ানুল কবীর। তখন উত্তেজিত জনতা হামলার চেষ্টা ও ভয় ভীতি প্রদর্শন করে।
এ ঘটনায় গাঁওকান্দিয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ও উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক শাহজাহান মিয়াসহ ৭ জনের নাম উলেস্নখ ও আরও ৮-১০ জনকে অজ্ঞাতনামা করে একটি মামলার প্রস্তুতি চলছে।
এদিকে ঘটনার পরপরই উপজেলা যুবদলের আহবায়ক মাজহারুল হক রিপন ও সদস্য সচিব ইউসূফ খানের সিদ্ধান্তে সিনিয়র যুগ্ম-আহবায়ক এস এম কাইয়ূম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে দলীয় শৃঙ্খলা পরিপন্থী কাজে জড়িত থাকার অপরাধে উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক শাহজাহান মিয়াকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
দুর্গাপুর থানার ওসি বাচ্চু মিয়া জানান, ডেজারসহ সকল মালামাল জব্দ করা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ আটক হয়নি।
ইউএনও নাভিদ রেজওয়ানুল কবীর বলেন, সরকারি কাজে বাঁধা প্রদান এবং অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে জড়িতদের সনাক্ত করে মামলা করা হচ্ছে।