টঙ্গীবাড়ীতে স্কুলছাত্র হত্যার বিচার দাবিতে মানববন্ধন

প্রকাশ | ২১ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০

টঙ্গীবাড়ী (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার দিঘীরপাড় এ,সি ইনস্টিটিউশনের অষ্টম শ্রেণির শিক্ষার্থী শাহজালাল (১৭) হত্যার বিচার দাবিতে বৃহস্পতিবার ওই বিদ্যালয়ের শত শত শিক্ষার্থী দিঘীরপাড় পুলিশ তদন্ত কেন্দ্রের সামনে মানববন্ধন করেছে। বিদ্যালয়ের শিক্ষক ও ছাত্রছাত্রীরা মানববন্ধনে অংশগ্রহণ করে। এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক কেএম মোশারফ হোসেন, শিক্ষক মোহাম্মদ লিয়াকত সহ উক্ত বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন। গত ১২ ফেব্রম্নয়ারি বিকাল ৩টায় মুন্সীগঞ্জ সদরের চর বাংলাবাজার এলাকায় কৃষিজমি থেকে নিখোঁজ স্কুলছাত্রের হাত বাঁধা মরদেহ উদ্ধার করে পুলিশ। এ সময় মরদেহের পাশ থেকে একটি ধারালো ছুড়ি পাওয়া গেছে। এর আগে গত ১১ ফেব্রম্নয়ারি বিকালে নানা বাড়ি যাওয়ার উদ্দেশে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ ছিল সে।