বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২

নীলফামারী সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে সমাবেশ-ক্রীড়া প্রতিযোগিতা

স্টাফ রিপোর্টার, নীলফামারী
  ২১ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
নীলফামারী সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে সমাবেশ-ক্রীড়া প্রতিযোগিতা
নীলফামারী সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে সমাবেশ-ক্রীড়া প্রতিযোগিতা

নীলফামারী সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের অভিভাবক সমাবেশ ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা বুধবার অনুষ্ঠিত হয়েছে। সকাল সাড়ে ৯ টায় প্রতিষ্ঠানের সবুজ চত্ত্বর একাডেমিক কার্যক্রম সুষ্ঠ ও সুন্দরভাবে পরিচালিত হওয়ার লক্ষ্যে এবং শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে সুদৃঢ় বন্ধন কল্পে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ডিমলা সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের অধ্যক্ষ আব্দুস সালাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন শিক্ষা প্রকৌশল দপ্তরের নির্বাহী প্রকৌশলী হাজিরুল ইসলাম।

নীলফামারী সরকারিস টেকনিক্যাল স্কুল ও কলেজের অধ্যক্ষ প্রকৌশলী সিদ্দিক সফিকুল ইসলামের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ইন্সট্রাক্টর(গনিত) ও একাডেমিক ইনচার্জ মোরশেদুল আলম, ইন্সট্রাক্টর (রসায়ন) মো. মনিরুজ্জামান, ইন্সট্রাক্টর (ইলেকট্রিক) সামছুজ্জামান মহসিন, ইন্সট্রাক্টর (ফার্ম মেশিনারী) আবুল কালাম আজাদ, অভিভাবক আল আমিন প্রমুখ। পরে প্রতিষ্ঠানের শির্ক্ষাথীদের নিয়ে ১১টি ইভেন্টে ৩৩টি খেলা অনুষ্ঠিত হয়। খেলা শেষে বিজয়ীদের হাতে অতিথিরা পুরস্কার তুলে দেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে