গাজীপুরে বিএনপির বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও চশমা ওষুধ প্রদান

প্রকাশ | ২১ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০

গাজীপুর প্রতিনিধি
গাজীপুরে আয়োজিত চিকিৎসা সেবায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ড. এস এম রফিকুল ইসলাম বাচ্চু -যাযাদি
গাজীপুরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে গ্রেটার ঢাকা জাতীয়তাবাদী ফোরম যুক্তরাজ্যর সভাপতি অ্যাডভোকেট গোলাম সাব্বির আলী পারভেজের পক্ষ থেকে ৫ শতাধিক দু:স্থ, অসহায় ও দরিদ্র মানুষের মধ্যে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ এবং চশমা বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার গাজীপুর সদর উপজেলার পিরুজআলী আদর্শ উচ্চ বিদ্যালয়ে দিনভর আয়োজিত চিকিৎসা সেবায় প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির ১নং যুগ্ম আহবায়ক অধ্যাপক ড. এস এম রফিকুল ইসলাম বাচ্চু। বিশেষ অতিথি ছিলেন গ্রেটার ঢাকা জাতীয়তাবাদী ফোরমের যুক্তরাজ্য সভাপতি গোলাম শাব্বির আলী পারভেজ। সদর উপজেলা বিএনপির সভাপতি আবু তাহের মুসলিস্নর সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন গাজীপুর মহানগর দিঘীরচালা বিএনপির সাবেক সাধারণ সম্পাদ গোলাম হায়দার আলী পলিন। জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদুল কবীর সার্বিক তত্ত্বাবধানে সদর উপজেলা বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় বিশেষ অতিথি বক্তব্যে বক্তা জানান, আগামীতে বিএনপি ক্ষমতায় গেলে জিয়াউর রহমানের নামে শ্রীপুর উপজেলায় আন্তর্জাতিক মানের হাসপাতাল নির্মাণ করা হবে।