বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২

চট্টগ্রামে ছিনতাইকারী চক্রের ১০ সদস্যসহ গ্রেপ্তার ১১

বিভিন্ন অপরাধে পাঁচ জেলায় গ্রেপ্তার আরও ৫
স্বদেশ ডেস্ক
  ২১ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
চট্টগ্রামে ছিনতাইকারী চক্রের ১০ সদস্যসহ গ্রেপ্তার ১১
চট্টগ্রামে ছিনতাইকারী চক্রের ১০ সদস্যসহ গ্রেপ্তার ১১

চট্টগ্রামে ছিনতাইকারী চক্রের ১০ সদস্যসহ ১১ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীল সদস্যরা। এ ছাড়া বিভিন্ন অপরাধে পাঁচ জেলা থেকে আরও পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। নাটোর, সিরাজগঞ্জের শাহজাদপুর, দিনাজপুরের ঘোড়াঘাট, রাজবাড়ীর গোয়ালন্দ ও খুলনার কয়রা থেকে তাদের গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। আঞ্চলিক অফিস ও প্রতিনিধিদের পাঠানো খবরে বিস্তারিত-

চট্টগ্রাম বু্যরো জানায়, চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানাধীন বহদ্দারহাট এক কিলোমিটার রাহাত্তারপুল এলাকায় অভিযান চালিয়ে ছিতনাইকারী চক্রের সক্রিয় ১০ জন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- ওসমান গনি (২৫), দেলোয়ার হোসেন (২৫), মো. আরমান (৩১), মো. ইব্রাহিম (২৯), মো. রাজু (২৯), বিজয় বড়ুয়া (২৩), মো. আজগর আলী (২১), মো. ইমরান হোসেন বাপ্পী (২১), মো. সুমন (২৮) ও মো. কবির (৪২)।

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন জানান, রাহাত্তারপুল এলাকা থেকে ছিতনাইকারী চক্রের সক্রিয় ১০ জন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

তাদের বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা করা হয়।

এদিকে, চট্টগ্রাম নগরের পাহাড়তলী থানা পুলিশ অভিযান চালিয়ে ২টি দেশে তৈরি দো-নলা বন্দুকসহ (এলজি) বেলাল হোসেন (৩৫) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে। গত বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে পাহাড়তলী হাজী ক্যাম্পের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ােবলাল হোসেন ফেনী জেলার ছাগলনাইয়া থানার মধ্যম শিলুয়া চৌদ্দি বাড়ির মৃত আলমগীর হোসেন বাবুলের ছেলে।

নাটোর প্রতিনিধি জানান, নাটোরে ১৭৫ পিস ইয়াবাসহ বরখাস্তকৃত এক পুলিশ কনস্টেবলসহ তার সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাতে নাটোর সদর উপজেলার জংলি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার উজ্জল হোসেন (৩৪) বাগাতিপাড়া উপজেলার বেগুনিয়া গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে। তিনি সম্প্রতি পুলিশ কনস্টেবল পদ থেকে বরখাস্ত হন। তার সহযোগী মাসুদ রানা (৩৩) উপজেলার একই এলাকার মকবুল হোসেনের ছেলে।

নাটোর সদর থানার ওসি মাহাবুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে নাটোর সদর উপজেলার জংলি এলাকায় অভিযান চালিয়ে দুইজন ব্যক্তিকে ইয়াবা বিক্রির সময় গ্রেপ্তার করা হয়।

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি জানান, সিরাজগঞ্জের শাহজাদপুরে দাম্পত্য কলহের জেরে আশরাফুল ইসলাম সোহাগ (২৮) নামের এক যুবকের বিরুদ্ধে তার স্ত্রী রুমানা খাতুকে (২১) হত্যার অভিযোগ পাওয়া গেছে। বুধবার রাতে উপজেলার কায়েমপুর ইউনিয়নের মরুটিয়া গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ ইতিমধ্যে এ ঘটনার পর অভিযুক্ত স্বামীকে গ্রেপ্তার করেছে।

শাহজাদপুর থানার ওসি আসলাম আলী জানান, এক বছর তিন মাস আগে মরুটিয়া গ্রামের আফসার আলীর ছেলের সঙ্গে উলাপাড়া উপজেলার সোনতলা নতুনপাড়ার মোতাহার হোসেনের মেয়ে রুমানা খাতুনের বিয়ে হয়। বিয়ের পর থেকে স্বামী-স্ত্রীর মধ্যে দাম্পত্য কলহ লেগেই থাকত। এরই জেরে বুধবার রাতে নিজ ঘরে স্ত্রী রুমানা খাতুনকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। বৃহস্পতিবার সকালে মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত আশরাফুল ইসলাম সোহাগকে গ্রেপ্তার করা হয়েছে।

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি জানান, দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শাহাজাহান আলী শ্যামকে (৩২) গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার সন্ধ্যায় পৌরশহরের গাইবান্ধা মোড় থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ঘোড়াঘাট থানার ওসি নাজমুল হক জানান, গত বছরের ৪ আগস্ট ঘোড়াঘাট পৌরসভার বাসস্ট্যান্ডে ছাত্র জনতার সমাবেশে হামলা চালানোর মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি জানান, রাজবাড়ীর গোয়ালন্দে বৈষম্যবিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনার মামলায় দৌলতদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শফিকুর রশিদ টিটুকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন গোয়ালন্দ ঘাট থানার ওসি মোহাম্মদ রাকিবুল ইসলাম। গত বুধবার তাকে উপজেলার উত্তর দৌলতদিয়া ওমর আলী মোলস্নার পাড়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মোহাম্মদ শফিকুর রশিদ টিটু (৪৮) উত্তর দৌলতদিয়া এলাকার ওমর আলী মোলস্নার পাড়া এলাকার মৃত ওমর আলী মোলস্নার ছেলে।

কয়রা (খুলনা) প্রতিনিধি জানান, খুলনার কয়রায় ডেভিল হান্টের অভিযানে ৫নং কয়রা ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য মিজানুর রহমান কহিনুরকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত ইউপি সদস্য ১নং কয়রা গ্রামের মৃত ইসমাইল গাজীর ছেলে।

জানা গেছে, পুলিশ অভিযান চালিয়ে বুধবার কয়রার কপোতাক্ষ কলেজের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। কয়রা থানার ওসি জিএম ইমদাদুল হক জানান, ইউপি সদস্যকে বিশেষ ক্ষমতা আইনের মামলায় গ্রেপ্তার করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে