তিন ইটভাটা ও চার প্রতিষ্ঠানকে জরিমানা

তিন জেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান

প্রকাশ | ২১ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০

স্বদেশ ডেস্ক
তিন জেলায় অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে মৌলভীবাজারের কমলগঞ্জে একটি ইটভাটায় ২০ হাজার টাকা, চাঁদপুরে ৪টি প্রতিষ্ঠানকে ১৮ হাজার এবং মেহেরপুরের গাংনীতে দুটি অবৈধ ইটভাটা বন্ধ ও দুই লাখ টাকা জরিমানা করা হয়। আঞ্চলিক স্টাফ রিপোর্টার ও প্রতিনিধিদের পাঠানো বিস্তারিত খবর- স্টাফ রিপোর্টার, মৌলভীবাজার জানান, মৌলভীবাজারের কমলগঞ্জে একটি ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে। গত বুধবার সন্ধ্যায় মৌলভীবাজার পরিবশে অধিদপ্তরের আয়োজনে স্থানীয় ইব্রাহিম মিয়ার মালিকানাধীন এসকে ব্রিকস-কে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। মৌলভীবাজার পরিবশে অধিদপ্তর সহকারী পরিচালক মাঈদুল ইসলাম উপজেলার পালিতকোনা গ্রামে অবস্থিত এসকে ব্রিকস নামের ওই ইটভাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় ইটভাটাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এরপর ভাটার কিলনের আগুন ফায়ার সার্ভিসের কর্মীরা নিভিয়ে ও কিলন ভেঙে ফেলে এবং এস্কেভেটর দিয়ে কাঁচা ইট ধ্বংস করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সোহাগ মিলু। উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট কার্যালয়ের পরিদর্শক রিয়াজুল ইসলাম ও কমলগঞ্জ থানা পুলিশ। চাঁদপুর প্রতিনিধি জানান, চাঁদপুর জেলায় গঠিত বিশেষ টাস্কফোর্স কর্তৃক চাঁদপুরের চিত্রলেখার মোড় ও কালীবাড়ি এলাকায় বৃহস্পতিবার অভিযান চালানো হয়েছে। অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অনুযায়ী প্রশাসনিক ব্যবস্থা হিসেবে বিদেশী কসমেটিকসে আমদানিকারকের সিল ও সর্বোচ্চ খুচরা মূল্য উলেস্নখ না থাকায় সোস্যাল বাজার ৫ হাজার টাকা, কসমেটিকস ওয়াল্ড ৫ হাজার টাকা, বিউটি শপ কসমেটিকস ৩ হাজার টাকা এবং রেড রোজ কসমেটিকস ৫ হাজার টাকাসহ মোট ১৮ হাজার টাকা জরিমানা করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুরের সহকারী পরিচালক আব্দুলস্নাহ আল ইমরান জরিমানার আদেশ দেন। গাংনী (মেহেরপুর) প্রতিনিধি জানান, মেহেরপুরের গাংনী উপজেলার শুকুরকান্দি মাঠের দুটি ইটভাটার কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে। সেই সঙ্গে অবৈধ ইটভাটা পরিচালান দায়ের ভাটা মালিকদের কাছ থেকে দুই লাখ টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহষ্পতিবার উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের এ অভিযানে জরিমানা আদায় করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদ্দাম হোসেন। জানা গেছে, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই মেহেরপুর জেলার শতাধিক ভাটায় ইট প্রস্তুত ও বিক্রি করা হচ্ছে। অবৈধ এসব ভাটার বিরুদ্ধে জেলা প্রশাসনের অভিযানের অংশ হিসেবে অভিযান শুরু হয়। এ অভিযানে শুকুরকান্দি জোয়ার্দার ও সিবিএল ইটভাটা থেকে দুই লাখ করে জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। একইসঙ্গে এই দুইন ভাটার কার্যক্রম বন্ধ করা হয়।