কুড়িগ্রামে বিএনপির জনসভায় বক্তব্য রাখেন দলের চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য বীর মুক্তিযোদ্ধা সালাম -যাযাদি
নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধগতি, আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, দ্রম্নত নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা এবং ফ্যাসিবাদের ষড়যন্ত্র মোকাবেলার দাবিতে কুড়িগ্রাম জেলা বিএনপির জনসভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার কুড়িগ্রাম কেন্দ্রীয় ঈদগাহ মাঠের জনসভায় কুড়িগ্রাম জেলা বিএনপির আহবায়ক,জননেতা মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য বীর মুক্তিযোদ্ধা সালাম।
প্রধান বক্তা ছিলেন সাবেক উপমন্ত্রী জাতীয় নির্বাহী কমিটির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু।
বিশেষ অতিথি ছিলেন জাতীয় নির্বাহী কমিটির রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক, আব্দুল খালেক, জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান রানা, কুড়িগ্রাম জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সচিব সাবেক ছাত্রদল ও যুবদলের সফল সভাপতি আলহাজ্ব সোহেল হোসাইন কায়কোবাদ, আহবায়ক কমিটির যুগ্ন আহবায়ক বিশিষ্ট সাংবাদিক শফিকুল ইসলাম বেবু, অধ্যাপক হাসিবুর রহমান হাসিব সহ জেলা বিএনপি সকল অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মহিউদ্দিন জাহাঙ্গীর বিপস্নব সাবেক সাধারণ সম্পাদক থানা বিএনপি কুড়িগ্রাম। জনসভায় কুড়িগ্রাম জেলার নয় উপজেলা থেকে প্রায় বিশ হাজার নেতাকর্মী সমর্থক স্বতস্ফুর্ত ভাবে অংশ নেন।