চট্টগ্রামের রাউজানে এক যুবলীগ কর্মীকে পিটিয়ে হত্যঅর অভিযোগ পাওয়া গেছে। অন্যদিকে, ঝালকাঠিতে নিখোঁজের ২২ দিন পর অটোচালকের মরদেহ উদ্ধারকরেছে পুলিশ। প্রতিনিধিদের পাঠানো খবর-
রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি জানান, রাউজান উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের চৌধুরী হাট এলাকায় একদল সন্ত্রাসী মোহাম্মদ হাসান (৪৫) নামের এক যুবলীগ কর্মীকে পিটিয়ে হত্যা করছে। স্থানীয় সুত্রসমুহ জানিয়েছে তাকে গত বুধবার রাতে বাড়ি থেকে উঠিয়ে নিয়ে মারধর ও কুপিয়ে হত্যা করে সন্ত্রাসীরা ফেলে যায়। পরিবারের লোকজন বেঁচে আছে ভেবে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জানা যায়, হাসান পতিত সরকারের আমলে ক্ষমতার প্রভাব দেখিয়ে এলাকায় সন্ত্রাসী কর্মাকান্ডে লিপ্ত ছিল। শেখ হাসিনা পালিয়ে গেলে তিনিও এলাকা ছেড়ে পালিয়েছিলেন। দুদিন আগে অসুস্থ মাকে দেখতে বাড়ি আসলে তাকে ধরে নিয়ে হত্যা করা হয়।
রাউজান থানা পুলিশের ওসি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন এই ঘটনার তদন্ত চলছে। লাশের ময়নাতদন্ত হচ্ছে। নিহত হাসান চৌধুরীহাট এলাকার বজল আহমদের ছেলে।
ঝালকাঠি প্রতিনিধি জানান, ঝালকাঠির নলছিটিতে নিখোঁজ ২২ দিন পর মিজান হাওলাদার (২৮) নামে এক অটোচালকের অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলার মগড় ইউনিয়নের রায়াপুর বটতলা এলাকায় থেকে এ লাশটি উদ্ধার করা হয়।বিষয়টি নিশ্চিত করেছেন নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) আশ্রাফ আলী।
নিহত মিজান হাওলাদার ওই এলাকার আব্দুল সালাম হাওলাদারের ছেলে।
অটো রিকশার মালিক সৈয়দ আবুল কালাম জানান, মিজান আমার গাড়ি ভাড়ায় চালাতো। গত ২৯ জানুয়ারি বিকেলে গাড়ি নিয়ে বের হলে রাতে আর বাড়িতে ফেরেননি। আত্মীয়-স্বজনের বাড়িসহ বিভিন্ন জায়গায় খোঁজ করেও তাকে পাওয়া যায়নি। বৃহস্পতিবার দুপুরে একজন ঘাস কাটতে গেলে তার লাশ দেখতে পান। পরে স্থানীয় লোকজন এসে তার পরনের জামাকাপড় দেখে শনাক্ত করে।
ওসি তদন্ত আশ্রাফ আলী জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।