সংবাদ সংক্ষেপ
প্রকাশ | ২০ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
প্রতিনিধি
বার্ষিক কর্মশালা
ম ঝিনাইদহ প্রতিনিধি
শিক্ষা সুপারভাইজারদের কর্মদক্ষতা বৃদ্ধি ও শিক্ষাকে সকলের জন্য উন্মুক্ত করার লক্ষ্যে ঝিনাইদহে আশার শিক্ষা সুপারভাইজারের বার্ষিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দিনব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন আশার কেন্দ্রীয় কার্যালয়ের এডুকেশন ম্যানেজার সামিউল হক। এছাড়াও কুষ্টিয়া ডিভিশনের সিনিয়র এডিশনাল ডিভিশনাল ম্যানেজার অরবিন্দ সরকার, টাঙ্গাইলের সিনিয়র এডুকেশন অফিসার আলমগীর হোসেন উপস্থিত ছিলেন।
অভিভাবক সমাবেশ
ম আত্রাই (নওগাঁ) প্রতিনিধি
শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে উপস্থিতি, এইচএসসি-বিএমটি শিক্ষাক্রমের পরীক্ষা পদ্ধতি,নম্বর বন্টন,ভবিষ্যৎ সম্ভাবনা-কর্মপরিধি ও সফলতা বিষয়ে নওগাঁর আত্রাইয়ে উপজেলার ডিজিটাল শিক্ষা প্রতিষ্ঠান বান্দাইখাড়া টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজের আয়োজনে বুধবার (১৯ ফ্রেব্রয়ারী) সকাল ১০ টায় অত্র কলেজ মিলনায়তনে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বান্দাইখাড়া টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজের প্রভাষক আবু রেজার সঞ্চালনায় সমাবেশে সভাপতিত্ব করেন কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ আব্দুর রহমান রিজভী। বক্তব্য রাখেন কলেজের প্রভাষক জাকিরুল ইসলাম, এসএম মাসুদ পারভেজ, রিপন সরদার, মামুনুর রশিদ, ইদ্রিস আলী, সোহেল রানা প্রমুখ।
প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
ম দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
স্বেচ্ছায় রক্তদান ফাউন্ডেশন কুষ্টিয়ার চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। আলস্নারদর্গা নুরুজ্জামান বিশ্বাস অডিটোরিয়ামে বুধবার প্রতিষ্ঠাবার্ষিকীর এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ উপলক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন স্বেচ্ছায় রক্তদান ফাউন্ডেশন কুষ্টিয়ার সভাপতি আব্দুস সামী। স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠাতা পরিচালক মোহাম্মদ জামশেদ আহমেদ। ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মেহেদী হাসান টনির পরিচালনায় এবং ইমরান হাসান সুমন মো. আকাশ আলীর সহযোগিতায়, মুহাম্মাদুলস্নাহর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন নাসির উদ্দিন বিশ্বাস বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউট অধ্যক্ষ, মো লিয়াকত আলী।
বাজুসের সম্মেলন
ম ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস) ফটিকছড়ি উপজেলা শাখার বার্ষিক সাধারণ সভা ও দ্বি-বার্ষিক সম্মেলন বুধবার উপজেলা সদরে অনুষ্ঠিত হয়েছে। প্রথম অধিবেশন কোরআন তেলাওয়াত, গীতা পাঠ, দাঁড়িয়ে জাতীয় সংগীত পরিবেশন, পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ২য় অধিবেশনে সম্মেলনের মধ্য দিয়ে বাজুস ফটিকছড়ি উপজেলা শাখার দ্বি-বার্ষিক কমিটি ঘোষণা করা হয়। এতে পুনরায় বাবু স্বপন কুমার ধর সভাপতি এবং আবু নাছের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। সভায় উপস্থিত ছিলেন- সাবেক সহ-সভাপতি বাবু প্রমতোষ ভৌমিক, সহ-সভাপতি এরশাদুল হক, সাধারণ সম্পাদক আবু নাছের, যুগ্ম সাধারণ সম্পাদক প্রিয়রঞ্জন ভট্টাচার্য, সহ সাধারণ সম্পাদক খোকন কান্তি ধর প্রমুখ।
কৃষক প্রশিক্ষণ
ম ইন্দুরকানী (পিরোজপুর) প্রতিনিধি
ইন্দুরকানীতে বছরব্যাপী ফল উৎপাদনে মাধ্যমে পুষ্টি উন্নয়ন প্রকল্পের আওতায় কৃষকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার জেলা হর্টিকালচার সেন্টারের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে কৃষি কর্মকর্তা কামরুন নেছা সুমির সভাপতিত্বে প্রশিক্ষণে প্রধান অতিথি ছিলেন দিক বিজয় হাজরা। উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সোহেল রানাসহ প্রশিক্ষণে অংশগ্রহনকারী কৃষক-কৃষাণী। জনগণের পুষ্টি চাহিদা মেটাতে কৃষকদের সারা বছর ফল উৎপাদনে দিক নির্দেশনা মূলক প্রশিক্ষণ দেওয়া হয়।
সহায়তা প্রদান
ম কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি
সেনাবাহিনী প্রধানের নির্দেশনায় রাঙামাটি রিজিয়ানের ১০ আর ই ব্যাটালিয়ান কর্তৃক অসহায় দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। বুধবার ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় গরীব ও দরিদ্র মেধাবী ছাত্র-ছাত্রীদের নগদ অর্থ সহায়তা প্রদান করেন ব্যাটলিয়নের অধিনায়ক লে. কর্নেল মুহাম্মদ সোহেল। এ সময় তিনি ভবিষ্যতেও এ রকম অসহায় মানুষের জন্য সহায়তা অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
চারা বিতরণ
ম মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি
২০২৪-২৫ অর্থ বছরের কৃষি পুনর্বাসন সহায়তা খাত হতে প্রণোদনা কর্মসূচির আওতায় আনারস আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষে খাগড়াছড়ির মানিকছড়িতে ৩০ জন চাষির বিনামূল্যে দেশীয় জাতের ৬৭ হাজার ৫শত আনারস চারা বিতরণ করা হয়েছে। মঙ্গলবার উপজেলা কৃষি অফিস চত্ত্বরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রান্তিক পর্যায়ের চাষিদের মাঝে এসব চারা বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আফরোজ ভুঁইয়া। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা মো. জহির রায়হান, মৎস্য কর্মকর্তা মো. মাহমুদুল হাসান, উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. ইউনুছ নূর, উপসহকারী কৃষি কর্মকর্তা অঞ্জন কুমার নাথ ও জুয়েল মনি পালসহ উপকারভোগী আনারস চাষিরা উপস্থিত ছিলেন।
প্রারম্ভিক সভা
ম স্টাফ রিপোর্টার, নীলফামারী
ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ নীলফামারী এরিয়া অফিসের আয়োজনে সিটিজেন ভয়েস এন্ড একশন বিষয়ক প্রারম্ভিক সভা বুধবার অনুষ্ঠিত হয়েছে। শহরের পৌরসভার হাড়োয়া খ্রিষ্টান মিশন সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে সিভিএ সেক্টর : প্রাথমিক শিক্ষা কর্মসূচির আওতায় সিটিজেন ভয়েস এন্ড একশন(সিভিএ) কার্যকরী দলের সদস্যদের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার আতাউল গনী ওসমানী। বক্তব্য রাখেন প্রোগ্রাম অফিসার প্রশান্ত বাক্সে, সিএমসি সদস্য চাঁদ মোহন রায়, সিইএসপি'র চিত্ত রঞ্জন রায়, এলএসবিই'র সুপার ভাইজার অবিনাষ রায় প্রমুখ।
বার্ষিক মাহফিল
ম শিবচর (মাদারীপুর) প্রতিনিধি
মাদারীপুরের শিবচর উপজেলায় বুধবার থেকে শুরু হচ্ছে ব্রিটিশ বিরোধী আন্দোলনের অগ্রদূত, পাক ভারত উপমহাদেশের আধ্মাতিক রাহবার, মহান সমাজ সংস্কারক, মুজাহিদে আজম, শাইখুল ইসলাম, হযরত হাজী শরীয়তউলস্নাহ (রহ.) এর স্মৃতি বিজোড়িত ঐতিহাসিক বাহাদুরপুর মাদ্রাসার তিন দিনব্যাপি ৮০তম বার্ষিক ওয়াজ মাহফিল। মাহফিল বর্তমান পীর আব্দুলস্নাহ মোহাম্মদ হাসান হুজুরের উদ্বোধনী বয়ানের মাধ্যমে শুরু হবে। এরপর সারা দেশ থেকে আগত বিশিষ্ট বুযূর্গ এবং আলেমগন বয়ান করবেন। আগামী ২১ ফেব্রম্নয়ারি শুক্রবার ময়দানে অনুষ্ঠিত হবে দেশের অন্যতম বৃহত্তর জুমার জামাত।
ভবন উদ্বোধন
ম নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার নন্দীগ্রামে কোশাষ বহুমুখী উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত দ্বিতল ভবন উদ্বোধন করেছেন বগুড়া জেলা বিএনপির (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক মোশারফ হোসেন। মঙ্গলবার তিনি উপজেলার ৩নং ভাটরা ইউনিয়নের কোশাষ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ৭৬ লাখ টাকা ব্যায়ে নবনির্মিত দ্বিতল ভবন উদ্বোধন করেন। বিদ্যালয়েরর (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক আব্দুল খালেকের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, সাংগঠনিক সম্পাদক আব্দুল হাকিম, ইয়াছিন আলী, পৌর বিএনপির সভাপতি আলেকজান্ডার, সাধারণ সম্পাদক কেএম শফিউল আলম সুমন, যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম, সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা প্রমুখ।
গ্র্যাজুয়েশন অনুষ্ঠান
ম মুক্তাগাছা (ময়মনসিংহ) প্রতিনিধি
ময়মনসিংহের মুক্তাগাছায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের অতিদরিদ্র পরিবার উপকারভোগিদের গ্র্যাজুয়েশন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল থেকে স্থানীয় জেলা পরিষদ অডিটোরিয়ামে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের মুক্তাগাছা সাউথ এপি এ অনুষ্ঠানের আয়োজন করে। এতে উপজেলার উপকারভোগি ২৪৫টি পরিবারের সদস্য অংশ নেন। অনুষ্ঠানে জামালপুর এসিও'র সিনিয়র ম্যানেজার সেবাষ্টিয়ান পিউরিফিকেশনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ইউএনও আতিকুল ইসলাম। বিশেষ অতিথি ও বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা রাহেলা পারভীন রুমা, মহিলা বিষয়ক কর্মকর্তা হাসিনা জামান, মুক্তাগাছা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এম ইদ্রিছ আলী প্রমুখ।
সাংস্কৃতিক প্রতিযোগিতা
ম আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি
পঞ্চগড়ের আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুই দিনব্যাপী আয়োজিত অনুষ্ঠানমালার সমাপনি অনুষ্ঠিত হয়। র প্রধান শিক্ষক আব্দুল কুদ্দুশের সভাপতিত্বে প্রতিযোগিতায় প্রধান অতিথি ছিলেন ইউএনও শাফিউল মাজলুবিন রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক সাবেক মির্জাপুর ইউপি চেয়ারম্যান এজেডএম বজলুর রহমান জাহেদ। শরীরচর্চা শিক্ষক জরিফ হোসেন চৌধুরী মনির সঞ্চালনায় উপস্থিত ছিলেন আটোয়ারী থানার ওসি রফিকুল ইসলাম সরকার জুয়েল, উপজেলা একাডেমিক সুপারভাইজার রেজাউন-নবী রাজা, অভিভাবক সদস্য ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মো. শাহাজাহান, উপজেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা খাদেমুল ইসলাম প্রমুখ।
তারুণ্যের উৎসব
ম দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি
নেত্রকোনার দুর্গাপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে নানা কর্মসূচির মাধ্যমে তারুণ্যের উৎসব শেষ হয়েছে। দেড় মাসব্যাপি উৎসবের সমাপ্তি ঘটে মঙ্গলবার বিকেলে। এ সময় ইউএনও নাভিদ রেজওয়ানুল কবীর, উপজেলা সমাজসেবা অফিসার মাসুল তালকুদার, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা পারভেজ হাসান, সমবায় অফিসার বিজন কান্তি ধর, একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ নাসির উদ্দিন, আইসিটি অফিসার সামিউল ইসলাম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জেলা কমিটির যুগ্ম-আহবায়ক রাতুল খান রুদ্র প্রমুখ উপস্থিত ছিলেন।
পস্নাটফর্ম কর্মশালা
ম বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের বীরগঞ্জে বার্ষিক পুষ্টি কর্ম-পরিকল্পনা ইউনিয়ন মাল্টি-স্টেকহোল্ডার পস্নাটফর্ম কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলা কৃষি অফিসার শরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউএনও ফজলে এলাহী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আফরোজ সুলতানা লুনা, উপজেলা প্রকৌশলী কর্মকর্তা জিবরীল আহমেদ, স্বাস্থ্য কমপেস্নক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. সৌভিক রায়, গেইন'র পুষ্টি বিশেষজ্ঞ নীহার কুমার প্রামাণিক প্রমুখ।
বইপড়া কর্মসূচি
ম রাজশাহী অফিস
পাবনার ভাঙ্গুড়া উপজেলায় প্রশাসনের উদ্যোগে শিক্ষার্থীদের বই পড়ার প্রতি আগ্রহ সৃষ্টির লক্ষ্যে বইপড়া কর্মসূচির আয়োজন ও পুরস্কার বিতরণ করা হয়েছে। গত মঙ্গলবার উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে এ পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। ইউএনও নাজমুন নাহারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহীর অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) তরফদার মোহাম্মাদ আক্তার জামীল। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি), তাসমীয়া আক্তার রোজী, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, ডা. মোছা. রুমানা আক্তার রোমি, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হক প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার ওয়ালী উলস্নাহ।
ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান
ম স্টাফ রিপোর্টার, মৌলভীবাজার
মৌলভীবাজার শহরতলর মাইজপাড়া দাখিল মাদ্রাসার বার্ষিক ইসলামি সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার মাদ্রাসা মাঠে বিজয়ী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ করা হয়। মাদ্রাসার সুপারিনটেনডেন্ট মোহাম্মদ খলিলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আব্দুস সামাদ মিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার। বিশেষ অতিথি ছিলেন রফিক আহমদ প্রতিষ্ঠাতা সদস্য অত্র মাদ্রাসা, সিদ্দিকুর রহমান সাবেক সভাপতি, আব্দুর রশীদ খান সাবেক সভাপতি, আবুল কালাম বেলাল দাতা সদস্য, আব্দুল ওয়াহিদ প্রমুখ।
সাংবাদিকতা প্রশিক্ষণ
ম উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি
কক্সবাজারের উখিয়ায় দুই দিনব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক মৌলিক প্রশিক্ষণ কর্মশালা গত মঙ্গলবার শেষ হয়েছে। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ও শেড এ প্রশিক্ষণের আয়োজন করে। উখিয়া প্রেস ক্লাবের কনফারেন্স রুমে কর্মশালায় শিশু সাংবাদিকতার ধরন, সংবাদ তৈরি, ফটোগ্রাফ, ভিডিওগ্রাফ, শিশুর অধিকার ও মানবাধিকার বিষয়ে হাতে কলমে প্রশিক্ষণ দেওয়া হয়। এতে রির্সোস পার্সন ছিলেন উখিয়া প্রেস ক্লাবের আহবায়ক সাঈদ মোহাম্মদ আনোয়ার, সদস্য সচিব ফারুক আহমেদ ও শেডের সুপারভাইজার জহির উলস্নাহ। সহযোগীতায় ছিলেন শেডের সিডিও মোহাম্মদ ইমরান ও কামাল উদ্দিন।
পদক প্রতিযোগিতা
ম নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর নিয়ামতপুরে জাতীয় শিক্ষা পদক প্রতিযোগিতার উদ্বোধনী, ক্রীড়া প্রতিযোগিতা, বিষয়ভিত্তিক কুইজ, সাংস্কৃতিক, কাবিং এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে বুধবার উপজেলা সদরে নিয়ামতপুর সরকারি বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয় মাঠে প্রতিযোগিতার উদ্বোধন হয়। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার তরিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ইউএনও মেহেদী হাসান। উপস্থিত ছিলেন সহকারী শিক্ষা অফিসার আব্দুল হান্নান, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি নাজমুল হক, নিয়ামতপুর সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন প্রমুখ।
সেমিনার অনুষ্ঠিত
ম মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি
বেসরকারি উন্নয়ন সংস্থা কারিতাসের উদ্যোগে খাগড়াছড়ির মানিকছড়িতে সামাজিক সুরক্ষায় প্রবেশাধিকার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার উপজেলা সদর ইউনিয়নের উত্তর ফকিরনালা এলাকায় সংস্থার সিপিপি পিএইপি-২ প্রকল্পের আওতায় অনুষ্ঠিত সেমিনারে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা জহির রায়হান, সমাজ সেবা কর্মকর্তা আব্দুর রাশেদ ও কারিতাসের মাঠ কর্মকর্তা সাধন কৃষ্ণ চাকমা।