বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২

মাধবপুরে কৃষি জমির মাটি যাচ্ছে ইট ভাটায়, কমছে উর্বরতা

মাধবপুর(হবিগঞ্জ) প্রতিনিধি
  ২০ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
মাধবপুরে কৃষি জমির মাটি যাচ্ছে ইট ভাটায়, কমছে উর্বরতা

হবিগঞ্জের মাধবপুরে অসাধু মাটি ও বালু খেকোরা সক্রিয়। দিনরাত অবৈধভাবে এক্সভেটর দিয়ে চলছে মাটি উত্তোলন। বিনষ্ট করা হচ্ছে ফসলি ও কৃষি জমি। টপসয়েল নিয়ে যাওয়া হচ্ছে বিভিন্ন ইট ভাটায়। নষ্ট করা হচ্ছে সরকারের কোটি কোটি টাকা দিয়ে নির্মিত রাস্তা-ঘাট। মাটি খেকোদের কারনে পরিবেশ-বিপর্যয় আর যন্ত্র দানব ট্রাক্টরের বিকট শব্দে অতিষ্ট হয়ে উঠেছে এলাকাবাসী।

উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়- ধর্মঘর ইউনিয়নের নিজনগর গ্রামের মাঠে কালাম ও জালাল নামে দুই ব্যক্তি বীরদর্পে এক্সভেটর দিয়ে বাণিজ্যিক উেেদ্দশে মাটি কেটে নিয়ে যাচ্ছে। সুলতানপুর, বহরা, ছাতিয়াইন একই চিত্র। আদাঐর ইউনিয়নের হালুয়াপাড়ায় মাহবুবুর রহমান নামে এক ব্যক্তি প্রকাশ্যে মাটি কেটে নিয়ে যাচ্ছে। খবর পেয়ে মঙ্গলবার সন্ধ্যায় উপজেলা সহকারি কমিশনার ভূমি মো. মুজিবুল ইসলাম অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫০ হাজার টাকা জরিমানা করেন। বুলস্না ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল হক বিগত আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলীর ঘনিষ্ট জন হিসাবে সরকারি খাল থেকে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে কোটি কোটি টাকার মাটি ও বালু উত্তোলন করে। বর্তমানে সরকার পরিবর্তন হলেও অবৈধ ভাবে মাটি ও বালু উত্তোলন অব্যাহত রয়েছে। প্রশাসন কালে-ভদ্রে অভিযান পরিচালনা করলেও মাটি ও বালু খেকোরা সাময়িক সময়ের জন্য মাটি কাটা ও বালু উত্তোলন বন্ধ করলেও প্রশাসনের কতিপয় ব্যক্তিদের ম্যানেজ করে রাত ৯-১০টা থেকে এক্সভেটর দিয়ে কৃষি জমির মাটি কেটে টপ সয়েল বানিজ্যিক উদ্দেশে ইট ভাটায় বিক্রি করে দিচ্ছে। প্রশাসনের কতিপয় ব্যক্তিদের ম্যানেজ করেই এ কাজ চলছে।

এ ব্যাপারে-সহকারি কমিশনার ভূমি মুজিবুল ইসলাম জানান- অবৈধ ভাবে মাটি কাটা ও এবং বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত আছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে