হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার বাঁশহাঠিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক রিয়া দেব ২০২৩ সালের ২৯ অক্টোবর দুইদিনের নৈমিত্তিক ছুটি নিয়ে প্রায় ১ বছর ৪ মাস ধরে কর্মস্থলে অনুপস্থিত।
একইভাবে পিরিছপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক ২৮ দিনের ছুটি নিয়ে দেড় বছর এবং রামনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক নিমা আক্তার ১ মাসের ছুটি নিয়ে চার মাসেরও বেশি সময় ধরে অনুপস্থিত রয়েছেন।
উপজেলা শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে খোঁজ নিয়ে জানা গেছে, এ উপজেলায় ৬৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এর মধ্যে ওই ৩টি বিদ্যালয়ে ৫ শতাধিক শিক্ষার্থীর বিপরীতে ৩ জন প্রধান শিক্ষক এবং ৪ জন করে মোট ১২ জন সহকারি শিক্ষক ছিলেন।
কিন্তু ওই তিন নারী শিক্ষক কর্তৃপক্ষের অনুমতি ছাড়া দীর্ঘদিন ধরে কর্মস্থলে অনুপস্থিত থাকায় কোমলমতি শিক্ষার্থীদের পাঠদান ব্যাহত হচ্ছে। অনুপস্থিত রিয়া দেব ও উম্মে জান্নাতুল মোহসীনকে ২০২৩ সালের ২৮ ডিসেম্বর উপজেলা শিক্ষা কর্মকর্তা কারণ দর্শানোর নোটিশ দিয়েও কোন জবাব পাননি।
পরে অনুসন্ধান করে জানা গেছে, বর্তমানে রিয়া দেব স্বামীর সঙ্গে ইউরোপের দেশ ফ্রান্স, মোহসিনা স্বামীর সঙ্গে ডেনমার্ক এবং নিমা আক্তার স্বামীর সঙ্গে ফিনল্যান্ডে অবস্থান করছেন।
এ ব্যাপারে আজমিরীগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শেখ মো. রফিকুল ইসলাম বলেন, তিন বিদ্যালয়ের তিনজন সহকারি শিক্ষিকা অনুপস্থিতির ব্যাপারটি লিখিত আকারে উপর মহলে জানানো হয়েছে। তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।