বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২

সৌদি আরবে ভবন থেকে পড়ে বাংলাদেশী যুবক নিহত

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
  ২০ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
সৌদি আরবে ভবন থেকে পড়ে বাংলাদেশী যুবক নিহত

সৌদি আরবে কাজ করার সময় একটি বহুতল ভবন থেকে পড়ে গিয়ে ফরিদপুরের ভাঙ্গার সাগর মাতুব্বর (২৬) নামে এক যুবক মারা গেছেন। গত মঙ্গলবার দুপুরে সৌদি আরবের একটি তিনতলা ভবনের বারান্দায় কাজ করতে গিয়ে নিচে পড়ে ঘটনাস্থলেই তার মৃতু্য হয়। নিহত সাগর মাতুব্বর ভাঙ্গা উপজেলার তুজারপুর ইউনিয়নের জান্দি গ্রামের আব্দুল লতিফ মাতুব্বরের ছেলে।

তুজারপুর ইউনিয়ন পরিষদের সদস্য জান্দী গ্রামের বাসিন্দা টিপু মোলস্না বিষয়টি নিশ্চিত করে বলেন, জান্দি গ্রামের আব্দুল লতিফ মাতুব্বরের পুত্র সাগর মাতুব্বর গত ৫-৬ মাস আগে সৌদি আরবের দাম্মাম শহরে যান। মঙ্গলবার সন্ধ্যায় শুনতে পান তিনি সেখানে তিনতলা ভবনের উপর কাজ করতে গিয়ে নিচে পড়ে মারা গেছেন। পরিবারে দাবি, তাদের সন্তান সাগর মাতুব্বরের মরদেহ দ্রম্নত বাংলাদেশে ফিরে পাওয়া। এজন্য তারা বাংলাদেশ সরকারের কাছে সব ধরনের সহযোগিতা কামনা করছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে