ট্রাক্টর ও এক্সকেভেটর মেশিনে চাপা পড়ে ড্রাইভার নিহত ও আহত এক

প্রকাশ | ২০ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০

চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুর চিরিরবন্দর উপজেলায় সড়ক দুর্ঘটনায় এক্সকেভেটরের ড্রাইভার নিহত ও প্রায় ৫ ঘণ্টা পর ট্রাক্টর ও এক্সকেভেটর মেশিন নিচে চাপা পড়া এক জনকে জীবিত উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। গত সোমবার সন্ধ্যায় উপজেলার রানীরবন্দর চিরিরবন্দর রোড়ের হাইছো মিলের সামনে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত এক্সকেভেটর ড্রাইভার টাঙ্গাইল জেলার কালিহাতি এলাকার ইসমাইল হোসেনর ছেলে জুয়েল রানা(২৬) স্থানীয়রা জানান, সন্ধ্যার দিকে রানীরবন্দর থেকে ট্রাক্টর করে একটি এক্সকেভেটর মেশিন নিয়ে চিরিরবন্দর উপজেলার দিকে যাচ্ছিলেন জুয়েল রানা। এ সময় ঘুঘুরাতলী হাইছো মিলের সামনে একটি ভ্যানকে সাইট দিতে গিয়ে এক্সকেভেটরটি সড়কের নিচে খাদে পড়ে যায়। এতে ট্রাক্টর ও এক্সকেভেটর মেশিনের নিচে চাপা পড়েন ওই দুইজন। ৬ ঘণ্টা উদ্ধার অভিযান চালিয়ে একজনকে জীবিত ও একজনের মৃতদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস।