শিবগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলন একজনের দন্ড
প্রকাশ | ২০ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার শিবগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে মিলু (৪১) নামে একজনকে ১৫দিনের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার নির্বাহী হাকিম ও শিবগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) তাসনিমুজ্জামান এ সাজা দেন।দন্ডপ্রাপ্ত ব্যক্তি মো. মিলু হোসেন (৪১) উপজেলা দক্ষিণ কৃষ্ণপুর গ্রামের ঠান্ডা মিয়া ছেলে। দন্ড ঘোষণার পর ভ্রাম্যমাণ আদালত তাকে কারাগারে পাঠায়।
প্রত্যক্ষদর্শী জানান, মিলু হোসেন ড্রেজার মেশিন দিয়ে উপজেলার অর্জুনপুর ব্রিজ সংলগ্ন করতোয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত মঙ্গলবার দুপুরে ঘটনাস্থলে গিয়ে মিলু হোসেনকে এ দন্ড দেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সহকারী কমিশনার (ভূমি) তাসনিমুজ্জামান বলেন, বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০-এর ১৫ ধারায় দোষী সাব্যস্ত করে মিলু হোসেনকে এ দন্ড দেওয়া হয়।