বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২

কুষ্টিয়ায় বালু তোলার সময় চরমপন্থীদের গোলাগুলি, একজন গুলিবিদ্ধ

কুষ্টিয়া জেলা ও সদর প্রতিনিধি
  ২০ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
কুষ্টিয়ায় বালু তোলার সময় চরমপন্থীদের গোলাগুলি, একজন গুলিবিদ্ধ

কুষ্টিয়ার কুমারখালীর গড়াই নদীতে বালু তোলার সময় দুর্বৃত্তদের ছোড়া গুলিতে সবুজ আলী (৪২)নামে একজন গুলিবিদ্ধ হয়েছেন। মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার কয়া বালু ঘাটে এঘটনা ঘটে। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। সবুজ শহরতলীর জগতি ঢাকা মিনাপাড়ার শহীদুল বিশ্বাসের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে বালু ঘাটটির ম্যানেজার হিসেবে কর্মরত।

গুলি ছোড়ার সময় এ সংক্রান্ত ৪ মিনিট ৪৯ সেকেন্ডের একটি সিসিটিভির ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। এতে দেখা যায়, মুখোশধারী ৩জন আগ্নেয়াস্ত্র নিয়ে গুলিবর্ষণ করতে করতে দৌড়ে আসেন। এসময় তাদের সঙ্গে আরও কয়েকজন মুখোশধারী দুর্বৃত্তদের দেখা যায়। এতে আতঙ্কিত হয়ে ট্রাকের চালক ও বালু ঘাটের শ্রমিকরা পালিয়ে যায়। এসময় বালু ঘাটটির ক্যাশ কাউন্টারে থাকা প্রায় ২লাখ টাকা লুট করে নিয়ে যায়।

গুলিবিদ্ধ সবুজ আলী বলেন, গেল রাত সাড়ে ১১টার দিকে প্রায় ৮ থেকে ১০জন মুখোশধারী সন্ত্রাসীরা অস্ত্রসজ্জিত নিয়ে গুলি করতে করতে আসেন বালু ঘাটে। এসময় আমার পায়ে অস্ত্র ঠেকিয়ে গুলি করে ও ক্যাশ কাউন্টারে থাকা প্রায় ২লক্ষ টাকা লুট করে নিয়ে যায়। এঘটনায় জড়িতদের কঠোর বিচার চাই।

ঘাটটির শ্রমিক লালু আহমেদ বলেন, আমরা কাজ করছিলাম। এমন সময় দিকে চারপাশ থেকে অস্ত্রপাতি নিয়ে গুলিবর্ষণ করতে করতে আসে ৮ থেকে ১০জন মুখোশধারী সন্ত্রাসী। সবুজকে ধরে তার পায়ে অস্ত্র ঠেকিয়ে গুলি করে। এসময় তারা প্রায় দুই লাখ টাকা লুটপাট করে নিয়ে গেছে।

ঘাটটির ইজারাদার রাকিব হোসেন বলেন, আমরা টেন্ডারের মাধ্যমে পানি উন্নয়ন বোর্ডের বালি অপসারণের কাজ পেয়েছি। বৈধভাবে আমরা ব্যবসা করছি। রাতে কয়েকজন মুখোশধারী সন্ত্রাসীরা আমার ম্যানেজারের পায়ে গুলি করে প্রায় দুই লাখ টাকা লুট করে নিয়ে গেছে। আমরা কাউকে চিনতে পারিনি। প্রশাসন তদন্ত করে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. আব্দুলস্নাহ আল মামুন বলেন, গুলিবিদ্ধ হয়ে একজন হাসপাতালে ভর্তি হয়েছেন। তার অবস্থা আশঙ্কামুক্ত।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান শেখ বলেন, মুখোশধারী দুর্বৃত্তদের গুলিতে একজন আহত হয়েছেন। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। জড়িতদের আইনের আওতায় আনতে কাজ করছে পুলিশ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে